LPG Gas Price: ভোটের আগে এক ঝটকায় দাম কমল গ্যাসের, জানুন নতুন রেট

মাসের শুরুতেই এক ঝটকায় কমল রান্নার গ্যাসের (LPG Gas Price) দাম। আজ সোমবার ১ এপ্রিল তেল কোম্পানিগুলো ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার ও পাঁচ কেজি এফটিএল (ফ্রি ট্রেড এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়েছে।

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এবার ৩০.৫০ টাকা কমানো হল। ১ এপ্রিল থেকে দিল্লিতে এর নতুন দাম পড়বে ১৭৬৪.৫০ টাকা। ৫ কেজি এফটিএলের দাম এখন ৭.৫০ টাকা কমেছে। গত ১ মার্চ এলপিজির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল তেল সংস্থাগুলি। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হলেও সিলিন্ডার প্রতি দাম বেড়ে হয়েছে ১৭৯৫ টাকা। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম ছিল আলাদা ছিল। ১ মার্চ থেকে দেশের সব মেট্রো শহরে ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে।

   

উল্লেখ্য, ১ মার্চ, সরকার দেশীয়ভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উইন্ডফল প্রফিট ট্যাক্স প্রতি টন ৩,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪,৬০০ টাকা করেছে। এই কর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (এসএইডি) আকারে ধার্য করা হয়। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন