আপনার আধার কার্ড হারিয়েছে? মনে নেই আধার নম্বরও? জানুন এবার কী করবেন

ভারতীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। আধার কার্ডের ১২ সংখ্যার নম্বর একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র। আধারে ভারতীয় নাগরিকদের রেটিনা এবং আঙুলের ছাপ থাকে। একজন ব্যক্তি…

short-samachar

ভারতীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। আধার কার্ডের ১২ সংখ্যার নম্বর একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র। আধারে ভারতীয় নাগরিকদের রেটিনা এবং আঙুলের ছাপ থাকে। একজন ব্যক্তি তাঁর নাম পরিবর্তন করলেও রেটিনা, আঙুলের ছাপ এবং নম্বর থেকে তাঁকে শনাক্তকরণ করা যায়।

   

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক৷ সরকারি প্রকল্পের সুবিধা পেতেও লাগে আধার নম্বর৷ সেই জন্য আধার কার্ড হারালে ভীষণ মুশকিল৷ আজকাল অবশ্য অনলাইনে ই-আধার ডাউনলোড করার সুবিধা থাকায় এই সমস্যার অনেকটাই কেটেছে ৷ কিন্তু আধার নম্বর ভুলে গিয়ে থাকলে যে কাউকে বড় সমস্যায় পড়তে হতে পারে৷ তবে একটি উপায় আছে যার মাধ্যমে আধার নম্বর মনে না থাকলেও অসুবিধায় পড়বেন না।

বাচ্চার আধার কি বিনামূল্যে আপডেট করা হয়? জানুন UIDAI মতামত

আধার নম্বর জানার জন্য প্রথমে  UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর এই পেজে আধার কার্ডে দেওয়া নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে৷

আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কী করবেন ?

মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের প্রিন্ট আউট নিতে হবে৷ এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে৷ ব্যক্তির দেওয়া তথ্য ও বায়োমেট্রিক অথেন্টিকেশন মিলে গেলেই নিতে পারবেন ই-আধারের প্রিন্ট আউট৷

রাজ্যের সিট বাতিল! আর জি কর দুর্নীতির গোটা তদন্ত সিবিআইয়ের: হাইকোর্ট