লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের বিপাকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মানহানি মামলায় আজ শুক্রবার তাঁকে ফের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা এক মন্তব্যের জেরে আজ রাহুলকে উত্তরপ্রদেশের একটি আদালতে হাজিরা দিতে হবে।
ইতিমধ্যে শুক্রবার সকাল সকাল উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে নেমেছেন লোকসভা বিরোধী দল ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় সুলতানপুর আদালতে হাজিরা দেওয়া হবে তাঁকে।
এদিকে এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই বলেন, “রাহুল গান্ধী আজ আসছেন, আদালতে হাজিরা দেবেন। তাঁকে হেনস্থা করার জন্য সারা দেশে তাঁর বিরুদ্ধে ৩০-৩১টি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু কংগ্রেস দল সাহসিকতার সঙ্গে লড়াই করছে।” এছাড়া অপর কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু বলেন, ‘সুলতানপুর আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিজেপি নেতারা তাঁকে বিরক্ত করার জন্য ক্রমাগত ভুয়ো মামলা দায়ের করে চলেছেন কিন্তু তিনি সর্বদা জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন এবং দলিত, পিছিয়ে পড়া শ্রেণির আওয়াজ তুলেছেন… কংগ্রেসের প্রত্যেক কর্মী রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন।”
এর আগে কংগ্রেস নেতাকে ২ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তবে লোকসভা অধিবেশনের কারণে তিনি হাজিরা দিতে পারেননি।
মানহানি মামলায় গত ২০ ফেব্রুয়ারি থেকে জামিনে রয়েছেন রাহুল গান্ধী। সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র মধ্যপ্রদেশের বিধায়ক আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। আসলে ২০১৮ সালে অমিত শাহের বিরুদ্ধে মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তিনি সুলতানপুরের এমপি এমএলএ আদালতে হাজির হন, যার পরে কংগ্রেস সাংসদকে ২৫,০০০ টাকার দুটি বন্ডে জামিন দেওয়া হয়।
#WATCH | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi arrived at Lucknow airport, Uttar Pradesh.
He will appear before a court in Sultanpur in connection with a defamation case filed against him for allegedly making objectionable remarks about Union Home Minister Amit Shah. pic.twitter.com/BZlpZwVRPn
— ANI (@ANI) July 26, 2024