ভোট গণনায় সাট্টা বনাম শেয়ার বাজারের চরম যুদ্ধ, সেনসেক্সে পতন

মধ্যরাতের কিছু আগে (Lok Sabha Election Result) মুম্বই ও কলকাতার সাট্টা বাজার দিয়েছিল ইন্ডিয়া জোটের পক্ষে সুখবর। তিনশোর কাছাকাছি আসনের পক্ষে সাট্টা বাজারের মতামত ও…

lok-sabha-election-result-massive-loss-in-share-market

মধ্যরাতের কিছু আগে (Lok Sabha Election Result) মুম্বই ও কলকাতার সাট্টা বাজার দিয়েছিল ইন্ডিয়া জোটের পক্ষে সুখবর। তিনশোর কাছাকাছি আসনের পক্ষে সাট্টা বাজারের মতামত ও তীব্র লড়াই ইঙ্গিত ছিল। তবে সকাল থেকে গণনা শুরু হতেই দেখা গেছিল এক্সিট পোলের রেশ ধরে শেয়ার বাজারের অনুমান বিজেপি তথা এনডিএ জিতছে। বেলা গড়াতেই গণনার ছবিতে চমক। ক্রমশ কংগ্রেস নেতৃত্বের ইন্ডিয়া তাদের চেহারা বাড়াতে থাকে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই।

বেলা ১০টা পর্যন্ত এনডিএ ২৮৮ ও ইন্ডিয়া ২২২ আসনে এগিয়ে। কংগ্রেসের ঘরে একশ আসনের ইঙ্গিত আসছে। এই ট্রেন্ডে হুড়মুড়িয়ে পড়ে গেল শেয়ার বাজার। সেনসেক্সের পতনে কোটি কোটি বিনিয়োগকারীরা মাথায় হাত। কারণ, এক্সিট পোল ধরে বিজেপির পক্ষে জয়ের দাবি করার পরেই মোদী বার্তা দেন শেয়ার কারবারিদের। হু হু করে সোমবার শেয়ার বাজার উঠে গেছিল। মঙ্গলবার গণনার মাঝেই সুনামির ধস সেনসেক্সে। আর দেশের দুই বৃহত্তম সাট্টা বাজারে কাঁচা টাকার লেনদেনে দর চড়তে শুরু করেছে।

   

গণনায় খোদ বারানসীতে মোদীর পিছিয়ে যাওয়া ও উত্তর প্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির অগ্রগতিতে সাট্টা কারবারে প্রবল গতিতে বিনিয়োগ শুরু হতে থাকে। তেমনই ধস নামে শেয়ার বাজারে। মুম্বই ও কলকাতা দুই সাট্টা বাজারেই এক ছবি।

গণনার শুরুতেই বারাণসীতে পিছিয়ে পড়লেন মোদী

কলকাতার সাট্টা বাজারে সবথেকে বড় বাজি হয়ে যান মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী তথা রাজ্য সিপিআইএমের সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর এগিয়ে পিছিয়ে থাকার উপর বাড়তে থাকে দর। তৃণমূল ও বিজেপির হেভিওয়েট প্রার্থীদের তুলনায় সেলিমের পক্ষে সাট্টা বাজিতে লাগে চমক। এ রাজ্যের ৪২টি আসনে বাম-কংগ্রেস জোটের পক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দরও চড়া। তেমনই চড়া দর তৃ়নমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির দিলীপ ঘোষের।

সাট্টা বাজারের হিসেব অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনায় একতরফা জয়ী হবে না বিজেপি ও এনডিএ জোট।

জিম খুলুন! ভোট গণনার আগের দিন রাহুলকে কেন এই পরামর্শ মোদীর মন্ত্রীর?