Lok Sabha Election 2024: ভোটার ১৪০০ হলেও ভোট দিলেন মাত্র ২১ জন, আজব কাণ্ডটি ঘটল কোথায়?

গ্রামের ভোটার সংখ্যা ১৪০০। কিন্তু ভোট (Lok Sabha Election 2024) দিলেন মাত্র ২১ জন। বাকি বাসিন্দারা ভোট বয়কট করলেন। ভোটগ্রহণের এই হাল দেখে মাথায় হাত…

Election-Boycott

গ্রামের ভোটার সংখ্যা ১৪০০। কিন্তু ভোট (Lok Sabha Election 2024) দিলেন মাত্র ২১ জন। বাকি বাসিন্দারা ভোট বয়কট করলেন। ভোটগ্রহণের এই হাল দেখে মাথায় হাত নির্বাচন কমিশনের। এই ঘটনা দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর। সে রাজ্যের শাসকদল ডিএমকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই ভোট বয়কট করেছেন ১২টি গ্রামের বাসিন্দারা। কয়েক মাস আগেই ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তাঁরা। শুক্রবার প্রথম দফার নির্বাচন হয় গোটা দেশে। পূর্ব ঘোষণা মতো ভোট দেননি বাসিন্দারা।

কাঞ্চিপুরম জেলার একনাপুরম গ্রামের বেশিরভাগ বাসিন্দাই ভোট দিতে আসেননি। পারান্দুরে দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের রাজ্য সরকারের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন করছেন তাঁরা। ৬০০ দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছেন তাঁরা। আন্দোলনের অন্যতম মুখ আরএল এলাঙ্গো বলেন, একনাপুরমের ১৪০০ ভোটারের মধ্যে মাত্র ২১ জন ভোট দিয়েছেন, তাঁরা সরকারি কর্মী। এক প্রকার বাধ্য হয়েই ভোট দিয়েছেন সরকারি কর্মীরা।

এলাঙ্গোর কথায়, আন্দোলনের ৬০০ দিন পেরিয়ে গিয়েছে। সরকার এখনও আমাদের দাবি মানছে না। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। শাসকদলের স্থানীয় জনপ্রতিনিধিকেও আমরা সমস্ত দাবি জানিয়েছি। কিন্তু তিনিও কানে তোলেননি। এবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই আমরা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিই। এমনকি যে ১৮ জন (প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী) পোস্টাল ভোট বেছে নিয়েছিলেন, তাঁরাও ভোট দিতে অস্বীকার করেন।

ডিএমকে সরকার চেন্নাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি পারান্দুরে দ্বিতীয় গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রস্তাব দিয়েছে। প্রকল্পটির জন্য একনাপুরম এবং এর আশপাশের গ্রামগুলি থেকে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। সরকার আগেই ঘোষণা করেছিল, তারা বাজারদরের সাড়ে তিন গুণ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আবাসনের জন্য বিকল্প জমি দেবে এবং জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেক সদস্যের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করবে।

তবে গ্রামবাসীরা সরকারের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাঁদের বক্তব্য, সরকার কৃষিজমি অধিগ্রহণের ছক কষছে। পরিবেশবিদরাও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও তামিলনাড়ুর ডিএমকে সরকার তাদের প্রস্তাব থেকে সরে আসেনি। এর ফলে আন্দোলনে নামেন গ্রামের বাসিন্দারা। তাঁরা অন্যত্র এয়ারপোর্ট তৈরির দাবিতে আন্দোলন করছেন। চাষের জমি ছাড়তে কোনওভাবেই রাজি নন কাঞ্চিপুরম জেলার একনাপুরম গ্রামের বাসিন্দারা।

প্রসঙ্গত, শুক্রবার, ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার নির্বাচন ছিল। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ কেন্দ্রে ভোট হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশজুড়ে মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে প্রথম দফার নির্বাচন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন।