Lok Sabha Elections: ইভিএম ভাঙচুর-হিংসার জেরে ৮ বুথে পুনর্নির্বাচন, আপনার বুথ আছে নাকি?

১৯ এপ্রিল প্রথম দফার ভোটে (Lok Sabha Elections) ইভিএম ভাঙচুর এবং হিংসার ঘটনার জেরে ৮টি বুথে ফের ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামী ২৪ এপ্রিল…

By-elections will be held in 4 assembly constituencies of West Bengal on July 10, মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা বিধানসভা উপনির্বাচন ১০ জুলাই

short-samachar

১৯ এপ্রিল প্রথম দফার ভোটে (Lok Sabha Elections) ইভিএম ভাঙচুর এবং হিংসার ঘটনার জেরে ৮টি বুথে ফের ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামী ২৪ এপ্রিল এই ৮ বুথে ফের নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে ভোটের সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, ভোট দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ফের ভোট দিতে হবে এই ৮টি বুথের ভোটারদের। অরুণাচল প্রদেশে এবার একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন আয়োজিত হচ্ছে। সেখানকার ৮ বুথেই পুনর্নির্বাচন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

   

ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার লিকেন কয়ু এক বিবৃতিতে জানিয়েছেন, রবিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে অরুণাচল প্রদেশের আটটি বুথের ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেছে। সেই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। আগামী ২৪ এপ্রিল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন করে ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। ১৯ এপ্রিল ভোটগ্রহণ চলাকালীন ইভিএম ভাঙচুর এবং হিংসার ঘটনার কারণেই এই ৮ বুথে পুনর্নির্বাচন হচ্ছে বলে জানান তিনি।

পূর্ব কামেং জেলার বামেং বিধানসভা কেন্দ্রের সারিও, কুরুং কুমেয়ের নিয়াপিন বিধানসভা আসনের লংতে লোথ, আপার সুবানসিরি জেলার নাচো নির্বাচনী এলাকার ডিংসার, বোগিয়া সিয়াম, জিম্বারি এবং লেঙ্গি পোলিং বুথে ফের ভোটগ্রহণ হবে। সিয়াং জেলার রুমগং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোগনে ও মোলোম বুথেও পুনর্নির্বাচন হবে।

গত ১৯ এপ্রিল উত্তর-পূর্বের এই রাজ্যে ৬০ সদস্যের বিধানসভার জন্য ৫০ জন বিধায়ক নির্বাচিত করতে ভোট হয়। মোট ৮ লক্ষ ৯২ হাজার ৬৯৪ জন ভোটারের মধ্যে সেদিন ৭৬.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। ক্ষমতাসীন বিজেপি ইতিমধ্যেই ১০টি বিধানসভা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।

মণিপুরের ১১ বুথেও পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আজ, সোমবার সেই সব বুথে ফের ভোটগ্রহণ হচ্ছে। রিগিং ও বুথ দখলের অভিযোগে কংগ্রেস মণিপুরের ৪৭ বুথে পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছিল। এর মধ্যে ৩৬টি ইনার মণিপুর আসনের, ১১টি আউটার মণিপুরের। ছ’টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভার থামানপোকপি এলাকায় একটি বুথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছিল।

মণিপুরের যেসব বুথে পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে সেগুলি হল – খুরাই বিধানসভা কেন্দ্রের মোইরাংকাম্পু সাজেব উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং এস ইবোবি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব উইং), ক্ষেত্রীগাওয়ে চারটি, থংজুতে একটি, উরিপোকের তিনটি এবং কনথৌজামে একটি। গত শুক্রবার, ১৯ এপ্রিল ইনার মণিপুর আসনের সঙ্গে ভোটগ্রহণ হয়েছে আউটার মণিপুরের একাংশে। বাকি বুথগুলিতে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।