বিজেপির বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তুলল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের একাধিক কেন্দ্রে ভোটে (Lok Sabha Election 2024) অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে সে রাজ্যের প্রধান বিরোধী দল। এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে ট্যাগ সমাজবাদী পার্টি লিখেছে, মুজাফফরনগর এবং কাইরানার ভোট কেন্দ্রগুলি বিজেপি দখল করে নিয়েছে। সাহারানপুরের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা রয়েছে।
উত্তর প্রদেশে মোট ৮০টি লোকসভা আসন রয়েছে। সাত দফায় ভোট হচ্ছে সে রাজ্যে। আজ, প্রথম দফায় ভোট হচ্ছে ৮টি কেন্দ্রে। সেগুলি হল – সাহারানপুর, কইরানা, মুজফফরনগর, বিজনুর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর, পিলভিট। অধিকাংশ কেন্দ্র নিয়েই অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি। বিজেপির বিরুদ্ধে বুথ জ্যাম, ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোটার লিস্টে কারচুপি, দলের সমর্থকদের তাড়া করার অভিযোগ তুলেছে অখিলেশের সপা।
উত্তরপ্রদেশের শাসকদল ভারতীয় জনতা পার্টি এবারের লোকসভা ভোটে রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট করেছে। অন্যদিক কংগ্রেসের হাত ধরেছে অখিলেশের সমাজবাদী পার্টি। এককভাবে ভোটে লড়ছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। প্রথম দফার ভোটে উত্তরপ্রদেশে মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭৩ জন পুরুষ এবং বাকি ৭ জন মহিলা। উত্তরপ্রদেশের ৮টি আসন সহ গোটা দেশের মোট ১০২টি কেন্দ্রে এদিন নির্বাচন হচ্ছে।
পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে আজ ভোট হচ্ছে। কোচবিহার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। এই কেন্দ্র থেকে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলিপুরদুয়ার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১১। জলপাইগুড়ি কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০ জন। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১২।
বাংলার তিনটি কেন্দ্রের জন্য মোট ২৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই তিন কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন মোট ১০ হাজার কর্মী মোতায়েন করেছে। এর মধ্যে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও রয়েছে। তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয়ের পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্যান্য ন্যূনতম পরিষেবার ব্যবস্থা করেছে কমিশন।