Live-In Relationships: লিভ-ইনেও বাধ্যতামূলক হচ্ছে সরকারি ‘লাইসেন্স’!

ইচ্ছে মতো সম্পর্ক। লিভ-ইন (Live-In Relationships)। ব্রেক আপ। এখন খুব চেনা শব্দ। বিয়ে না করেও একত্রে থাকার নাম লিভ-ইন। এই সম্পর্কও এবার আইনি স্বীকৃতি পাচ্ছে।…

Live-In Relationships

ইচ্ছে মতো সম্পর্ক। লিভ-ইন (Live-In Relationships)। ব্রেক আপ। এখন খুব চেনা শব্দ। বিয়ে না করেও একত্রে থাকার নাম লিভ-ইন। এই সম্পর্কও এবার আইনি স্বীকৃতি পাচ্ছে। আসছে নয়া আইন।

প্রেম ভাঙলে মন খারাপ। বিয়ে ভাঙলে অনেক পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পরে। লিভ-ইনের ক্ষেত্রেও পরিস্থিতি খুব একটা আলাদা হয় না। তবে অনেকেই বিষয়গুলি চেপে যায়।

   

এই ধরনের জটিলতা কাটাতেই নয়া উদ্যোগ উত্তরাখণ্ড সরকারের। নয়া আইন আনছে ওই রাজ্যের বিজেপি সরকার। লিভ-ইন সম্পর্কের রেজিস্ট্রেসন বাধ্যতামূলক হচ্ছে ওই রাজ্যে। এই নিয়ম অমান্য করলে থাকছে কড়া শাস্তির বিধান। তিন মাসের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা। কোনও কোনও ক্ষেত্রে আবার জেল-জরিমানা দুইই হতে পারে।

লিভ-ইন সম্পর্কে মহিলাকে ঠকানো হলে কিংবা তিনি অত্যাচারিত হলে কড়া ব্যবস্থার বিধান রয়েছে আইনে। মহিলা খোরপোষ দাবি করতে পারবেন। তবে মিথ্যা অভিযোগে কোনও ছেলেকে ফাঁসানো হলে মহিলাকেও শাস্তি ভোগ করতে হতে পারে। মোটা টাকার জরিমানার সঙ্গে তিন মাসের কারাবাস।