Leopard Attack: ঘরে চিতা ঘুরছে! দরজা বন্ধ করে কাঁপছে সবাই

শীতের সকালে দিল্লির গুরুগ্রামে ঘরের ভিতর ঢুকে পড়ল চিতাবাঘ (Leopard)। গ্রামে ঢোকার পর চিতাটি একটি বাড়িতে লুকিয়ে পড়ে। যে বাড়িতে চিতাবাঘটি লুকিয়ে ছিল সেই বাড়ির লোকেরা নিজেদের ঘরে তালাবদ্ধ করে রাখে বলে খবর। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে চরম আতঙ্ক। ইতিমধ্যে বনদফতরের আধিকারিকরা উদ্ধার করেছে চিতাবাঘটিকে।

বাড়িতে চিতাবাঘের প্রবেশের একটি ভিডিওও সামনে এসেছে। এই ভিডিওতে বাড়ির ভিতরে চিতাবাঘটিকে দেখা যাচ্ছে। তাকে বাড়ির ভেতরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখা যায়। বাড়িতে উপস্থিত পরিবার চিতাবাঘের ভয়ে নিজেদের ঘরে তালাবদ্ধ করে রেখেছে।

   

চিতাবাঘটিকে ধরতে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর ও পুলিশের দল। চিতাবাঘটিকে ধরতে আনে বন দফতরের দল।চিতার আক্রমণে গ্রামের এক যুবক আহত হয়েছে বলে খবর।

বনবিভাগের আধিকারিকরা জানিয়েছে, “চিতাবাঘটিকে সকাল সাড়ে ১১টা এবং ১১টা ৪৫ মিনিটে ট্রানকুইলাইজারের দুটি ডোজ দেওয়া হয়েছিল। এবং নিয়ন্ত্রণে আনা হয়েছে,।পরে বন বিভাগের একটি দল চিতাবাঘটিকে নিয়ে যেতে আসে। গুরুগ্রাম পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।জানা গিয়েছে বনদফতরের আধিকারিকরা চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন