Idhika on Dev: ইন্ডাস্ট্রিতে শক্রু বাড়ছে দেবের নতুন নায়িকার?

Idhika on Dev: ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। উটা (পড়ুন ওটা) আমারই কাজ’, নতুন বছর শুরু হতে না হতেই এদিন…

Idhika on Dev

Idhika on Dev: ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। উটা (পড়ুন ওটা) আমারই কাজ’, নতুন বছর শুরু হতে না হতেই এদিন গর্জে উঠেছিলেন সুপারস্টার দেব। শাকিবের প্রিয়তমার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেরা কয়লা মাফিয়া হয়ে দেখাবেন তিনি। প্রিয়তমারও এক কথা, ‘আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ সম্প্রতি, দেবের খাদান ছবির পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।

এদিকে একপ্রকার হঠাৎ করে গ্রহ বদল হয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকার। তাঁর কেরিয়ারের বৃহস্পতি এখন তুঙ্গে। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালের সুবাদে জনপ্রিয় ইধিকা পাল। ছোটপর্দার পাশ কাটিয়ে বড়পর্দায় এসেছেন অনেকদিন হল। বাংলাদেশের সেরা হিরো শাকিব খানের নায়িকা তিনি। এছাড়াও হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমার কাজও করছেন ইধিকা। ওই সিনেমাতে জুটি বাঁধবেন রাজের সঙ্গে (Idhika on Dev)।

   

এবার দেবের নায়িকা হয়ে ফিরছেন। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে খাদান। এককথায়, এই মুহূর্তে এপার ওপার দুই বাংলারই নয়নমণি ইধিকা। দেবের পরবর্তী ছবি খাদানের নায়িকা হতে চলেছেন তিনি। যার দরুণ স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রিতে শত্রু বাড়ার সম্ভাবনা থাকছেই। এদিন এই বিষয়ে নায়িকাকে প্রশ্ন করা হলে ইধিকার সাফ জবাব, ‘হিংসে বা শত্রু, ‘বিষয়গুলোকে এই ভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তাঁরা সকলেই চাইবেন যাতে আমি ভাল কাজ করি’ (Idhika on Dev)।