Heavy snowfall: প্রবল তুষারপাতে দেশ থেকে সড়কপথে বিচ্ছিন্ন লেহ

বঙ্গে নভেম্বর পড়লেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখন বহুদূর। আর নভেম্বর পড়তে না পড়তে তুষারপাত শুরু পার্বত্য এলাকাগুলিতে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে…

short-samachar

বঙ্গে নভেম্বর পড়লেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখন বহুদূর। আর নভেম্বর পড়তে না পড়তে তুষারপাত শুরু পার্বত্য এলাকাগুলিতে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। অনদিকে লেহ, লাদাখে প্রবল তুষারপাতের (Heavy snowfall) জেরে বন্ধ হয়ে গিয়েছে সড়ক পথ।

   

প্রচন্ড তুষারপাত এর জন্য দেশের মূল ভূখণ্ড থেকে সড়কপথে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে লেহ। লাহৌল ও স্পিতি জেলায় নতুন করে তুষারপাতের জেরে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

সরকারি বিবৃতিতে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরে টানা তুষারপাত চলছে প্রধান জেলা সদর দফতর কিলিং এ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর অতি তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় সড়ক সংযোগ গুলিতে বরফের স্তুপ জমে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

শীতের শুরুতেই অতি ভারী তুষারপাতের ফলে বরফের আস্তরণে ঢেকে গিয়েছে লেহ, মানালি, স্পিতি উপত্যকা। বিগত বেশ কয়েকদিন ধরে তুষারপাত হওয়ায় শক্ত ও পুরু বরফে ঢেকে গিয়েছে লেহ-মানালি জাতীয় সড়ক পথ।

শোলাম উপত্যকা থেকে লাহুলে যেতে হলে অটল টানেল এর মধ্যে দিয়ে যেতে হয়। সেই রাস্তায় যেতে হলে মানালি লে হাইওয়ে অতিক্রম করতে হয়। প্রবল তুষারপাতের জেরে অটল টানেলের কাছে হাইওয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মানালি থেকে স্পীতি উপত্যকা যাওয়ার রাস্তাটিও বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়েছে।

সম্প্রতি, জেলা প্রশাসনের তরফ থেকে পর্যটক ও স্থানীয়দের প্রয়োজন ছাড়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে। দুর্ঘটনা এড়াতে অপ্রয়োজনীয় ঘোরাফেরা না করে ঘরে বা হোটেলের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই মানালি ও লাহুলের মধ্যে সংযোগকারী সড়ক পথ গুলি থেকে বরফের স্তূপ সরাতে তৎপর্য সঙ্গে কাজে নেমে পড়েছেন বর্ডার রোড অর্গানাইজেশন। অটল তামিল এর মাধ্যমে মানালি লে হাইওয়েতে বরফ সরানোর কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে। যত শীঘ্র সম্ভব বরফের স্তূপ পরিষ্কার করে ফের যান চলাচল স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে।