CPIM: করোনা তহবিলে সোনার আংটি দেওয়া বিধায়ক হারলেন, বাম শূন্য রাজস্থান বিধানসভা

মনোনয়ন জমা দেওয়ার সময় লক্ষাধিক সমর্থক গেছিলেন। তবে বলবন্ত পুনিয়া বিধানসভায় আর যেতে পারলেন না। তাঁর পরাজয়ে মরুরাজ্য রাজস্থানের বিধানসভা বাম শূন্য হয়ে গেল। এ রাজ্যে এবার বিজেপির সরকার। বিরোধী পক্ষ কংগ্রেস। রাজস্থানে তীব্র আলোচিত ছিল CPIM এর বিরাট উদ্দীপনার ভোট প্রচার। তবে ইভিএমে ফল শূন্য।

Advertisements

গত বিধানসভাতেও রাজস্থানে ২ বাম বিধায়ক ছিলেন। কৃষক আন্দোলনের নেতা বলওয়ান পুনিয়ার ভূমিকা বারবার আলোচিত হয়েছে। ভোটের লড়াইতে এবার তিনি হারলেন। ১৭ জন সিপিআইএম প্রার্থী পরাজিত।

রবিবার গণনা শুরু হতেই ভাদরা আসনে তরতর করে এগিয়েছিলেন বাম প্রার্থী পুনিয়া। আরও কয়েকটি কেন্দ্র থেকে বাম প্রার্থীরা এগিয়েছিলেন। শেষ হাসি কেউই হাসতে পারলেন না। রাজস্থানে কংগ্রেস ও বিজেপির সাথে সরাসরি লড়াই ছিল সিপিআইএমের। পরাজিত হয়েছেন সর্বভারতীয় কৃষক নেতা, সিপিআইএম রাজ্য সম্পাদক ও দীর্ঘ সময়ের বিধায়ক অমরা রাম। কৃষকসভার সর্বভারতীয় নেতা অমরা রাম ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন।

Advertisements

এবারের বিধানসভা ভোটে নিজ কেন্দ্র ভাদরায় সিপিআইএমের বলওয়ান পুনিয়া পরাজিত হয়েছেন বিজেপির সঞ্জীব কুমারের কাছে। জয়ের ব্যবধান ১১৩২টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ১০২৭৪৮টি ভোট। আর বাম প্রার্থী পেয়েছেন ১০১৬১৬টি ভোট। ভোট ফলাফল বিশ্লেষণ বলছে, নির্দল ও আম আদমি পার্টি ভোট কেটেছে।

রাজপুতনার তীব্র জাতিবাদ ভিত্তিক ভোট সমীকরণে কঠিন স্টালিনিয় মানসিকতার অমরা রামের যোগ্য সাথী বলবন্ত পুনিয়া। তিনি করোনা সংকটকালে নিজের সোনার আংটি মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলা তহবিলে দিয়েছিলেন। রাজস্থান থেকে দেশজুড়ে বার্তা ছড়িয়েছিল ‘কমরেড হো তো অ্যায়সা’। করোনা মোকাবিলা দেশজুড়ে বাম সংগঠনগুলির সেবা ভূমিকা বিশ্বজুড়ে আলোচিত হয়। সেইসময় বলবন্ত পুনি়য়া ছিলেন অন্যতম আলোচিত।