উত্তপ্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (JNU)। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ফের পড়ুয়ারা আক্রান্ত। অভিযোগ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হামলা চালিয়েছে। বেশ কয়েকজন পড়ুয়াকে গুরুতর আঘাত করা হয়েছে বলেও অভিযোগ।
পডুয়ারা জানিয়েছেন, সংঘের শাখা সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমিষ খাবার খেতে নিষেধ করে। তাদের ফটোয়ার প্রতিবাদ করায় হামলা শুরু হয়।
জেএনইউ পড়ুয়াদের বেশিরভাগ বামপন্থী দলগুলির ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। ফলে এবিভিপি যে আমিষ না খাওয়ার ফতোয়া দেয় তা মানতে রাজি হয়নি কেউ। এর পর ক্যাম্পাসে হামলা হয়।
এসএফআই, এআইএসএ, এআইএসএফ দখলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইউনিয়ন। তাদের সঙ্গে এবিভিপি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন বাম ছাত্রী নেত্রী। তাদের রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। পরিস্থিতি তীব্র উত্তপ্ত জেএনইউ-তে। গুরুতর জখম কয়েকজনের চিকিৎসা চলছে।