Hemant Soren: ইডির অভিযানের মধ্যেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী

জমি সংক্রান্ত আর্থিক লেনদেন মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) গ্রেফতার হতে পারেন। ইডি হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বাসভবন থেকেই গ্রেফতার করতে…

জমি সংক্রান্ত আর্থিক লেনদেন মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) গ্রেফতার হতে পারেন। ইডি হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর বাসভবন থেকেই গ্রেফতার করতে পারে। ইস্তফা দিলেন সোরেন। চম্পাই সোরেন হতে পারেন নতুন মুখ্যমন্ত্রী।

আজই রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারেন। রাঁচি প্রবল উত্তপ্ত। মনে করা হচ্ছিল হেমন্তর স্ত্রী কল্পনা হবেন মুখ্যমন্ত্রী।তবে JMM সূত্রে খবর, চম্পাই সোরেন নিচ্ছেন দায়িত্ব। জেরার মাঝেই হেমন্ত সোরেন রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন।

ঝাড়খণ্ডে চলছে অ-বিজেপি জোট সরকার। তবে মুখ্যমন্ত্রী পদে হেমন্ত ইস্তফা দিলেও সরকার পড়ছে না। ক্ষমতাসীন JMM সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পদত্যাগ করেছেন। তাঁর জায়গায়,  মহাজোটের (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল) নেতারা কোলহান টাইগার চম্পাই সোরেনকে তাদের নেতা হিসেবে বেছে নিয়েছেন। এতেই স্পষ্ট হয়ে গেল চম্পাই সোরেনই হবেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চম্পাই সোরেন বিধানসভা দলের নেতা নির্বাচিত হন। সন্ধ্যায় রাজভবনে পৌঁছে যান শাসক জোটের বিধায়করা। কিছুক্ষণের মধ্যেই রাজভবনে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজভবনের বাইরে গাড়ি থেকে হাত নেড়ে লোকজনকে শুভেচ্ছা জানান তিনি। এরপরেই তিনি ইস্তফা দেন।

Champai soren

হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনকে নতুন মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি উঠেছিল। তবে তিনি ওড়িশার বাসিন্দা হওয়ায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মধ্যেই বিরোধিতা তৈরি হয়। তড়িঘড়ি চম্পাই সোরেনকে বেছে নেন জোটের বিধায়করা। তিনি সরাইকেলার বিধায়ক।

ঝাড়খণ্ডের রাজনৈতি টালমাটাল পরিস্থিতি। জেএমএম ও মহাজোট শরিকরা মনে করছে হেমন্ত সোরেনকে গ্রেফতার করবে ইডি। তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী।