আদালতে বিচারকের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষ,লাঠিচার্জ করল পুলিশ

আদালতে বিচারকের (Judge) সঙ্গে (with)আইনজীবীদের (Lawyers) সংঘর্ষ (Clash)। মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলা আদালতে আইনজীবীদের লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা…

আদালতে বিচারকের (Judge) সঙ্গে (with)আইনজীবীদের (Lawyers) সংঘর্ষ (Clash)। মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলা আদালতে আইনজীবীদের লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায় ২০ থেকে ৩৫ জন পুলিশ আদালত কক্ষে আইনজীবীদের লাঠিচার্জ করছে। এই লাঠিচার্জে অনেক আইনজীবীও আহত হয়েছেন। এ ঘটনার পর আদালতে আইনজীবী ও পুলিশ সদস্যদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

আসলে বার অ্যাসোসিয়েশনের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন আইনজীবী বিচারকের কাছে গিয়েছিলেন। এদিকে শুনানির সময় আইনজীবীরা জেলা জজের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর আদালতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের ডাকেন বিচারক। এ সময় পুলিশ আইনজীবীদের উপর লাঠিচার্জ করে। এতে অনেক আইনজীবী আহত হন।বলা হচ্ছে, বিপুল সংখ্যক পুলিশ আদালত কক্ষে পৌঁছে আইনজীবীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

   

একইসঙ্গে এ ঘটনার পর বিচারক আদালতের যাবতীয় আইনি কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষও সমস্যায় পড়েছেন। এ ঘটনার পর আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।এই ঘটনার যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্যকে আদালত কক্ষে চেয়ার নিয়ে আইনজীবীদের ওপর হামলা করতে দেখা যায়। অনেক আইনজীবীকেও প্রাণ বাঁচাতে ছুটতে দেখা যায়।আদালত চত্বরে উপস্থিত বিপুল সংখ্যক আইনজীবী বিক্ষোভ করছেন। আইনজীবীরা বলছেন, মারধরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।তবে পুলিশ ও আইনজীবীর মধ্যে এমন দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন রাজ্যে একাধিকবার আইনজীবী ও পুলিশ সদস্যদের মধ্যে মারধরের ঘটনা সামনে এসেছে।