লরেন্স বিষ্ণোই-এর নিশানায় ছিলেন বলিউডের ‘ভাইজান’ও

বলিউডের ‘ভাইজান’ সলমন খানকেও খুন করতে চেয়েছিলেন লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে,কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার পর থেকে বিষ্ণোই সালমানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি…

বলিউডের ‘ভাইজান’ সলমন খানকেও খুন করতে চেয়েছিলেন লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে,কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার পর থেকে বিষ্ণোই সালমানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি তার অভিপ্রায়ে ব্যর্থ হয়েছেন।

সম্প্রতি একটি হুমকি চিঠি পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই চিঠিতে লরেন্স বিষ্ণোইয়ের নাম লেখা রয়েছে। পুলিশ বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আপনি কি জানেন যে এর আগে রেডি ছবির শুটিংয়ের সময় লরেন্স বিষ্ণোই তার গুণ্ডাদের মাধ্যমে সালমানের উপর হামলার পরিকল্পনা তৈরি করেছিলেন।

   

যদিও শ্যুটারদের কাছে অস্ত্র না থাকার কারণে, এই পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল। বিষ্ণোইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধনী এবং গ্যাংস্টার কালা জাঠেদির গুরু নরেশ শেট্টি হলেন সেই ব্যক্তি যাকে সলমান খানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি গ্যাংস্টার সম্পত নেহরাও বেশ কয়েকদিন ধরে মুম্বইয়ে ঘাঁটি গেড়েছিলেন, যাতে সলমন খানকে নিশানা করা যায়।

শুধু তাই নয়, কুখ্যাত গ্যাংস্টার কালা জাঠেদিও পালিয়ে যাওয়ার পর মুম্বইয়েই থেকে যায়, এই সমস্ত গ্যাংস্টার মুম্বইয়ের আবাসিক এলাকায় থাকত, বিভিন্ন সময়ে গ্যাংস্টার নরেশ শেট্টি ও সম্পত নেহরা বিভিন্ন সময়ে মুম্বইয়ে থাকত, অনেক সময় সলমন খানের বাড়ির রেইকি করত যাতে সলমন যখন সাইকেল চালানোর বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন তাঁকে টার্গেট করা যায়, কিন্তু বিষ্ণোই তাঁর পরিকল্পনায় সফল হতে পারেননি।

Advertisements

সলমন খানকে খুনের পরিকল্পনার মামলায় সেই সময় দিল্লি পুলিশের স্পেশাল সেল কাউন্টার ইন্টাররেশিয়াল ইউনিটও মুম্বইয়ের বাসিন্দা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিন শার্প শ্যুটারকে গ্রেফতার করেছিল। তাদের নাম রাজন জাট, সুমিত ও অমিত ছোটা।

একবার হেফাজতে থাকার পর লরেন্স বিষ্ণোই সলমন খানের পক্ষে গণমাধ্যমে বলেছিলেন যে তিনি এখানে সালমানকে হত্যা করবেন, এখনও কিছুই করা হয়নি। এখন, প্রাপ্ত চিঠির ভিত্তিতে, বিশেষ সেল লরেন্স বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, যেখানে লেখা রয়েছে – সেলিম খান সালমান খান তেরা মুসওয়ালা করবেন। নিচে লেখা আছে: L.B এবং G.B।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News