ফ্রি-তে বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসার প্রতিশ্রুতি, মহিলাদের ১০০০ টাকা দেবে দল, বড় ঘোষণা

বিধানসভা ভোটের আবহে বিরাট প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষার প্রতিশ্রুতি দিল আপ। আজ শনিবার দিল্লির…

বিধানসভা ভোটের আবহে বিরাট প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষার প্রতিশ্রুতি দিল আপ।

আজ শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে পাঁচটি গ্যারান্টি দিলেন। শনিবার পঞ্চকুলার ইন্দ্রধনুষ অডিটোরিয়ামে আপ পাঁচটি গ্যারান্টি চালু করেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সুনীতা কেজরিওয়াল এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এই অনুষ্ঠানে ছিলেন।

   

জানা গিয়েছে, বিনামূল্যে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে শিক্ষা, মা-বোনদের জন্য মাসে এক হাজার টাকা করে দেওয়া, প্রত্যেক যুবক-যুবতীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে আম আদমি পার্টি। মনে করা হচ্ছে, দিল্লি, পঞ্জাবের মতো হরিয়ানাতেও একই মডেল বাস্তবায়নের পরিকল্পনা করছে আম আদমি পার্টি। হরিয়ানায় বিনামূল্যে অনেক সুযোগ-সুবিধা দেওয়ার গ্যারান্টিও দিয়েছে দল। এর মধ্যে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য সেবাও রয়েছে। এ ছাড়া রাজ্যের সব মা-বোনেদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

২৪ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ

 

আপ দিল্লি এবং পাঞ্জাবের মতো হরিয়ানাতেও নিজেদের মডেল প্রয়োগ করেছে। কেজরিওয়ালের গ্যারান্টিতে বলা হয়েছে, হরিয়ানার মানুষের পুরনো সব গৃহস্থালি বিল মকুব করে দেওয়া হবে। দিল্লি, পঞ্জাবের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছে হরিয়ানাতেও।

ভালো ও বিনামূল্যে চিকিৎসা

দিল্লি ও পঞ্জাবের মতো প্রতিটি গ্রাম ও শহরের প্রতিটি এলাকায় মহল্লা ক্লিনিকের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সকল সরকারি হাসপাতালের পুনরুজ্জীবন ও নতুন সরকারি হাসপাতাল নির্মাণের নিশ্চয়তা। ছোটখাটো হোক বা বড়, প্রত্যেক হরিয়ানভির সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, অপারেশন ও চিকিৎসা ফ্রি হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

বিনামূল্যে শিক্ষার গ্যারান্টি

দিল্লি ও পঞ্জাবের মতো হরিয়ানার শিক্ষা মাফিয়াদেরও নির্মূল হওয়া নিশ্চিত। সরকারি স্কুল ভালো করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলের গুন্ডামি বন্ধ করা, বেসরকারি স্কুলের বেআইনি ফি বাড়ানো বন্ধ করারও নিশ্চয়তা দিয়েছে দল।

প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন মহিলারা

সমস্ত মা-বোনেদের প্রতি মাসে ১ হাজার টাকা করে গ্যারান্টি দেওয়া হয়েছে।

প্রত্যেক যুবককে কর্মসংস্থান

প্রত্যেক বেকার যুবকের কর্মসংস্থানের নিশ্চয়তা করা হবে। পঞ্জাবে মাত্র দু’বছরে ৪৫ হাজার সরকারি চাকরি ও ৩ লক্ষেরও বেশি মানুষের বেসরকারি কর্মসংস্থান, দিল্লিতে আড়াই লক্ষ সরকারি চাকরি এবং ১২ লক্ষেরও বেশি মানুষের বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।