কৃষক হত্যার জের, শেষ পর্যন্ত সরানো হল লখিমপুরের পুলিশ সুপার বিজয় ধুলকে

lakhimpur-police

নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে চার কৃষককে গাড়িচাপা দিয়ে খুনের ঘটনায় গোটা দেশজুড়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। লখিমপুরের (lakhimpur) ঘটনায় পুলিশ তার যথাযথ ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ।

Advertisements

এমনকী, অভিযোগ ওঠে পুলিশ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে (ashish mishra) আড়াল করার চেষ্টা করছে। লখিমপুর নিয়ে ঘরে- বাইরে প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত জেলার পুলিশ সুপার বিজয় ধুলকে (vijay dhul) বদলি করল যোগী সরকার। ঘটনার ঠিক ৪০ দিনের মাথায় বিজয়কে বদলি করা হল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিজয়কে আপাতত রাজ্য পুলিশের সদর দফতরে বদলি করা হয়েছে। তাঁকে কম্পালসারি ওয়েটিং লিস্টে রাখা হয়েছে।

   

অন্যদিকে লখিমপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ আইপিএস অফিসার সঞ্জীব সুমনকে, (sanjiv suman)। সঞ্জীব এতদিন লখনউ পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পদে ছিলেন। অন্যদিকে সঞ্জীবের স্থলাভিষিক্ত হয়েছেন আর এক আইপিএস অফিসার অমিত কুমার আনন্দ (amit kumar anand)।

উল্লেখ্য, চার কৃষক হত্যার ঘটনায় আগেই লখিমপুরের জেলাশাসক অরবিন্দ কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল যোগী সরকার তার জায়গায় নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র বাহাদুর সিং (mahendra bahadur)।

Advertisements

উল্লেখ্য, লক্ষীপুরের ঘটনায় যোগী আদিত্যনাথ সরকার সুপ্রিমকোর্টের তীব্র সমালোচিত হয়েছে। সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়ে যোগী সরকার শেষ পর্যন্ত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। কিন্তু সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। লখিমপুর নিয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তা নিয়েও তীব্র কটাক্ষ করেছে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। আদালত পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানায় লখিমপুরের ঘটনার তদন্ত যে গতিতে এগোচ্ছে তাতে কবে এই মামলা শেষ হবে তারও কোনও নিশ্চয়তা নেই। সব দেখে শুনে মনে হচ্ছে যোগী, (yogi adityanath) সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে।

শুক্রবার সুপ্রিম কোর্টে লখিমপুর মামলার শুনানির কথা ছিল। কিন্তু এদিন শুনানি শুরু হলে উত্তরপ্রদেশ সরকার শুনানি স্থগিত রাখার আর্জি জানায়। সেই আরজি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানি সোমবার পর্যন্ত স্থগিত রেখেছে।