Kashmir: রাতভর তল্লাশি অভিযান চালিয়ে হিজবুলের শীর্ষ কমান্ডারসহ খতম তিন জঙ্গি

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকেই কাশ্মীরের দু’টি জায়গায় চলছিল সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। মৃত তিন জঙ্গি হল আমির…

Hezbollah's top commander and three militants killed in Kashmir

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকেই কাশ্মীরের দু’টি জায়গায় চলছিল সেনাবাহিনীর তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযানে তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী।

মৃত তিন জঙ্গি হল আমির রিয়াজ (amir riyaj), শিরাজ মোলভি (siraj molvi) এবং ইওয়ার ভাট (ewar bhat)। রিয়াজ মুজাহিদিন গাজওয়াতুল হিন্দ নামে এক জঙ্গি সংগঠনের সদস্য। মৃত তিনজনের মধ্যে শিরাজ হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার। অপরজন সাধারণ সদস্য

   

পুলিশ কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কুলগামের চাওয়ালগামে (chawalgam) তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ (crpf) ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। রাতভর প্রবল সংঘর্ষের পর শুক্রবার ভোরে তিন সন্ত্রাসবাদী খতম হয়। মৃত তিন জঙ্গির মধ্যে রিয়াজ লেথপোড়ায় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে শিরাজ মোলভি কাশ্মীরে একাধিক খুনের ঘটনায় যুক্ত। শিরাজ হিজবুল মুজাহিদিনের জেলা কমান্ডার ছিল। শিরাজের কাজছিল জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করা। শিরাজের মৃত্যুতে কুলগাম (kulgam) জেলায় হিজবুলের (hijbul) সংগঠন বড় ধাক্কা খেল বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর অনুমান, এখনও ওই এলাকায় বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে আছে তাই গোটা এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসবাদীরা তাদের পরিকল্পনায় কিছুটা বদল আনে। নিরাপত্তা বাহিনীর বদলে তারা সাধারণ মানুষকে নিশানা করতে শুরু করে। বিশেষত অকাশ্মীরি ও পরিযায়ী শ্রমিকদের উপর বেশি করে আঘাত হানতে শুরু করে জঙ্গিরা। এ ঘটনায় গত এক মাসে ১২ জন অকাশ্মীরির মৃত্যু হয়েছে। জঙ্গিদের এই পরিকল্পনা কেন্দ্রকে নতুন করে উদ্বেগে ফেলে। তাই জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই তল্লাশি অভিযানেই মিলল সাফল্য। ইতিমধ্যেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আসন্ন শীতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শীতের আগে পাকিস্তানের দিক থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার (bijay kumar) জানিয়েছেন, শিরাজের মৃত্যু নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।