লাদাখ: রাজ্যের দাবিতে ফের উত্তাল লাদাখ। বুধবার সকালে লেহ-তে রাজপথ দখল করল যুবক-যুবতীরা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং লাঠিচার্জ করে।
বিজেপি দফতরে আগুন
বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে রাজনৈতিক দফতরেও। লেহ-র বিজেপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। দফতরের বাইরে একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায় দলীয় দফতর থেকে। এরপরই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।
রাজ্যের দাবিকে সামনে রেখে আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন লেহ এপেক্স বডি (LAB) ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)-এর প্রতিনিধিরা। ঠিক তার আগেই অগ্নিগর্ভ হয়ে উঠল লাদাখ। বিক্ষোভকারীদের অভিযোগ, ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখকে অন্তর্ভুক্ত করা এবং পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া— এই দাবিগুলির কোনও অগ্রগতি হয়নি।
এর আগে এলএবি-র যুব শাখা ৩৫ দিনের অনশন শুরু করেছিল। ১৫ জন অংশগ্রহণকারীর মধ্যে দু’জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই আন্দোলন আরও তীব্র হয়। বুধবারের বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
শান্তির আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক Ladakh statehood demand protest
আন্দোলনের অন্যতম মুখ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক আবারও শান্তির আহ্বান জানিয়েছেন। তীব্র সংঘর্ষের পর তিনি এক ভিডিও বার্তায় বলেন, “খুবই দুঃখজনক ঘটনা ঘটল লেহ-তে। শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা আজ ব্যর্থ হল। যুব সমাজকে বলছি, এই উন্মাদনা থামাও। এতে শুধু আমাদের আন্দোলনের ক্ষতি হবে।”
প্রসঙ্গত, ২০১৯ সালে কেন্দ্র লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই রাজ্যের দাবি এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন জারি রয়েছে। আগামী বৈঠক পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই রাজনৈতিক মহলের অনুমান।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
