লেহ: সমাজকর্মী সোনাম ওয়াংচুক ওরফে “বাস্তবের র্যাঞ্চো”র গ্রেফতারির পরেই লাদাখের (Ladakh)রাজধানী লেহ-তে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। বুধবার শুরু হওয়া সংঘর্ষের দু’দিনের মাথায় শুক্রবার সাংবাদিক বৈঠকে ঢোকার আগেই নাটকীয়ভাবে জয়বায়ু ও সমাজকর্মী সোনম ওয়াংচুক-কে গ্রেফতার করে লেহ পুলিশ। বুধবারের “আন্দোলনের আগুনে ঘৃতাহুতি” দেওয়ার অভিযোগ ওঠে সোনমের (Sonam Wangchuk) বিরুদ্ধে।
হিংসার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় সোনমকে
বুধবার লাদাখকে রাজ্যের স্বীকৃতি এবং ষষ্ঠ তহসিলে অন্তর্ভুক্তির জন্য শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর রূপ ধারণ করে। হাজারও যুবক-যুবতী রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশকে উদ্দেশ্য করে কয়েকজন পাথর ছুঁড়তে শুরু করলে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্রাসের সেল ফাটায় লেহ পুলিশ। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভারতের শীতল মরুভূমি লাদাখ।
লেহ-র বিজেপি (BJP) কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীদের একাংশ। রাস্তায় পোড়ান হয় একাধিক যানবাহন সহ পুলিশের গাড়ি। সংঘর্ষে মৃত্যু হয় ৪ জনের, আহত হন প্রায় ৮০। পরিস্থিতি উত্তপ্ত হতেই ১৫ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
তিনি বলেন, “আজকের এই ঘটনা গত ৫ বছর ধরে চলা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে ব্যাহত করেছে। তরুণদের এই প্রতিবাদ কেবল বেকারত্ব এবং অন্যান্য বৃহত্তর বিষয়গুলির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আজ জেন-জি-এর উন্মাদনা দেখেছি। গত পাঁচ বছর ধরে আমি তাদের হতাশা দেখেছি, তাদের ক্ষোভ হাড়ে হাড়ে বুঝি। তবে আমি তাদের প্রতিবাদের পদ্ধতির নিন্দা জানাই।”
“র্যাঞ্চোর বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ Leh Apex Body
লাদাখকে রাজ্যের স্বীকৃতি এবং ষষ্ঠ তদসিলে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসা লেহ অ্যাপেক্স বডি সোনমের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। সেইসঙ্গে, বুধবার রাজধানীর রাস্তা, বিজেপি কার্যালয়ে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনায় তাঁরা যুক্ত ছিলেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
অ্যাপেক্স বডির সদস্যরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলেন। হঠাৎ কিছু তরুন উত্তেজিত হয়ে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাশাপাশি, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কোথা জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে বলেন, “আমরা তারিখ লেহ বন্ধের ডাক দিয়েছিলাম। যখন ওয়াংচুক অনশন করছিলেন, সেখানে গুটিকয়েক মাত্র লোক উপস্থিত ছিলেন। আমরা গ্রাম থেকে মানুষদের ডেকে নিয়ে এসেছিলাম শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে”।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
