HomeBharat‘নিঃস্বার্থ কর্তব্যবোধের প্রতীক’! ৯৮-এ আডবাণীকে শুভেচ্ছা জানালেন মোদী

‘নিঃস্বার্থ কর্তব্যবোধের প্রতীক’! ৯৮-এ আডবাণীকে শুভেচ্ছা জানালেন মোদী

- Advertisement -

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতির এক যুগপুরুষ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর ৯৮তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে মোদী আডবাণীকে বর্ণনা করেন একজন ‘statesman’ হিসেবে, যিনি “ভারতের অগ্রগতির ভিত্তি মজবুত করতে আজীবন নিবেদিত থেকেছেন।”

কী লিখলেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী লিখেছেন, “আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর দূরদৃষ্টি, প্রজ্ঞা এবং আত্মনিবেদন ভারতের অগ্রগতিকে শক্ত ভিত্তি দিয়েছে। তিনি সর্বদা নিঃস্বার্থ কর্তব্যবোধ এবং অটল নীতির প্রতীক।”

   

মোদী আরও যোগ করেন, “ভারতের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর অবদান অমলিন। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।”

শুভেচ্ছা জয়শঙ্করের

পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্করও এক্স-এ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “লালকৃষ্ণ আডবাণীজিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্ব, দৃষ্টি ও আজীবন দেশসেবার অনুপ্রেরণা আমাদের পথ দেখায়। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

১৯২৭ সালের ৮ নভেম্বর, তৎকালীন অবিভক্ত ভারতের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আডবাণী। ১৯৪২ সালে তিনি জাতীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদস্য হিসেবে জনজীবনে প্রবেশ করেন। স্বাধীনোত্তর ভারতীয় রাজনীতিতে তিনি বিজেপির উত্থানের অন্যতম স্থপতি হিসেবে বিবেচিত। তাঁর রাজনৈতিক জীবন ভারতের গণতন্ত্রে এক অমোঘ ছাপ রেখে গিয়েছে — সংগঠন গঠন, মতাদর্শিক দৃঢ়তা এবং নেতৃত্বের প্রতীক হিসেবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular