গান্ধীনগর: নবরাত্রির গরবা (Garba) অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া নিবাসী দম্পতির অন্তরঙ্গ চুম্বনের (Kissing) ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় নেট দুনিয়া। ভাদোদরার একটি গরবা অনুষ্ঠানে দেবীর আরাধনার মাঝে ওই দম্পতির প্রেমঘন মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা নিয়ে উঠেছে নেটিজেনদের নিন্দার ঝড়।
অনেকেই বলছেন, “ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের উপর এটি গুরুতর আঘাত”! শুধু তাই নয়, ভিডিও ভাইরাল হতেই যুগল এবং আয়োজকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন অনেকেই। “গরবা (Garba) একটি সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব, অশ্লীলতার স্থান নয়”, বলে মন্তব্য করেছেন এন নেটিজেন। আবার অন্যরা এই অনুষ্ঠানের ঐতিহ্যবাহী চেতনা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
ঘটনার জেরে স্থানীয় থানায় লিখিত ক্ষমাপত্র জমা দিয়ে পরের দিনই ওই দম্পতি অস্ট্রেলিয়া ফিরে গেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নবরাত্রির এক অবিচ্ছেদ্য অংশ হল গরবা অনুষ্ঠান। মূলত গুজরাটের উৎসব হলেও রং-বেরঙের বাঁধনি পোশাকে গরবা অনুষ্ঠানে যোগ দেন অনেকেই। গানের তালে তালে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে।
দম্পতির চুম্বনের ভিডিও ভাইরাল!
একটি গুজরাটি দৈনিকের প্রতিবেদন অনুসারে, প্রায় ১৬ বছর ধরে বিবাহিত ওই দম্পতি বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন। নবরাত্রি উপলক্ষে তাঁরা ভাদোদরায় নিজেদের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এবং উৎসবের আনন্দে গা ভাসাতে এসেছিলেন। ২৬ সেপ্টেম্বর গুজরাটের ভাদোদরার কালালি ময়দানে আয়োজিত গরবা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দম্পতি।
বিশ্বের সবচেয়ে বড় নবরাত্রির গরবা (Garba) অনুষ্ঠান হিসেবে জনপ্রিয় ওই অনুষ্ঠানে প্রতি বছরই প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ ভিড় করেন। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, গরবার তালে প্রানবন্ত নাছ করতে করতে অন্তরঙ্গ ভাবে চুম্বন (Kissing) করছেন ওই দম্পতি। ফুটেজটি সমাজমাধ্যমে পোস্ট হওয়া মাত্রই দাবানলের মত ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, অনেকেই দম্পতির পক্ষে কথা বলেছেন। একজন নেটিজেন লেখেন, “এটা কি করে অশ্লীল হতে পারে? এটা কেবল স্নেহ প্রদর্শন।” অবশ্য, সোশ্যাল মিডিয়ার বিতর্কের মাঝে ইতিমধ্যেই আটলাদ্রা থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়ে গিয়েছে। যার ফলে কর্তৃপক্ষ দম্পতিকে খুঁজে বের করে তলব করে। দ্রুত প্রতিক্রিয়ায়, দম্পতি থানায় লিখিত ক্ষমা প্রার্থনা জমা দেয়। ক্ষমা চাওয়ার পর, দম্পতিকে ছেড়ে দেওয়া হয়। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কের পর দম্পতি অস্ট্রেলিয়ায় ফিরে যান।