Tripura: ভবিষ্যতে কষ্ট আছে আপনাদের…বিজেপিকে হুমকি দিলেন রাজামশাই

king of Tripura

রাজার হুমকি। সেই হুমকিতে ত্রিপুরার (Tripura) বিজেপি সরকারের ভিতর ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। নির্বাচনে এ রাজ্যে প্রথমবার বিরোধী দলের তকমা পেয়েছে উপজাতি দল তিপ্রা মথা। আর দলটির প্রধান রাজা প্রদ্যোত দেববর্মার সরাসরি হুঁশিয়ারি, যদি আপনারা রাজ্যের ভূমিপুত্রদের দূরে রেখে শাসন চালাতে থাকেন তাহলে ভবিষ্যতে কষ্ট আছে।

রাজা প্রদ্যোত বলেছেন, আমরা উপজাতিদের অধিকার চাই। সাংবিধানিক পথে এই অধিকার দিতে আমাদের ডাকলে অবশ্যই সরকারের সাথে আলোচনা করা হবে। তবে কোনও পদের জন্য আমরা যাব না। সূত্রের খবর, ত্রিপুরায় আসন্ন সরকার গঠনের আগে বিজেপির তরফে আমন্ত্রণ বার্তা গেছে। তার পরেই রাজার তরফে এসেছে গরম বার্তা।

   

বিজেপির তরফে উত্তর পূর্বের প্রধান নেতা অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ত্রিপুরাকে ভাগ করার কোনও প্রশ্ন নেই। তিপ্রা মথার গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি সমর্থন করবে না বিজেপি। আর মথার প্রধান রাজামশাই বলেছেন, আমাদের দূরে রেখে সরকার চালানো কষ্ট হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন