বিজেপি ছাড়লেন কিকন, দলকে চিঠিতে জানালেন সিদ্ধান্ত

ভারতীয় জনতা পার্টির (BJP) জাতীয় মুখপাত্র এবং নাগাল্যান্ডের প্রাক্তন বিধায়ক মমোনলুমো কিকন (Kikon) দল থেকে পদত্যাগ করলেন। তিনি বিজেপির প্রাথমিক ও সক্রিয় সদস্যপদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান বিজেপি সভাপতি জে.পি. নাড্ডার  কাছে পাঠানো এক চিঠিতে।

উল্লেখ্য, কিকন উত্তর-পূর্ব ভারতের একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বিজেপির জাতীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি মিজোরামের ইনচার্জ হিসেবেও কাজ করতেন।

   

বিজেপি সভাপতি জে.পি. নাড্ডাকে লেখা এক চিঠিতে কিকন বলেন, “আমি বিশ্বাস করি যে আমার একধাপ পিছিয়ে যাওয়ার এবং আমার যাত্রা পুনর্নির্মাণের সময় এসেছে। আমার সিদ্ধান্ত জনসাধারণের সম্পৃক্ততা এবং নীতিগত কাজের নতুন পথ অন্বেষণের প্রয়োজনীয়তার দ্বারা পরিচালিত, যা আমাকে বিভিন্ন উপায়ে সমাজে অবদান রাখতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরোও বলেন, “এক দশকেরও বেশি সময় আগে বিজেপিতে যোগদানের পর থেকে, আমি বিভিন্ন ক্ষমতা এবং দায়িত্বে দলের সেবা করার এবং এর বিকাশ এবং কর্মকাণ্ডে অবদান রাখার সম্মান পেয়েছি। মিজোরাম রাজ্যের প্রভারী এবং জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে দলের সাথে আমার সম্পর্ক গভীরভাবে সমৃদ্ধ হয়েছে।”

তাঁর পদত্যাগে উত্তর-পূর্বে বিজেপির সংগঠন ও ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন