HomeBharatশিক্ষাক্ষেত্রের ১৮% GST তুলে নিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি খান স্যারের

শিক্ষাক্ষেত্রের ১৮% GST তুলে নিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি খান স্যারের

- Advertisement -

পাটনা: ছাত্রদের কাছে তিনি নায়কের থেকে কম নন। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে দেশের আইএএস, আইপিএস তৈরির কারিগর তিনি। উত্তরপ্রদেশের দেউরিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসে লক্ষাধিক ছাত্র-ছাত্রীর স্বপ্নপূরনের কান্ডারির নাম খান ফাইজাল খান। ছাত্রছাত্রীদের প্রিয় খান স্যার। দারিদ্রতার সঙ্গে লড়াই করে দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সেবায় ব্রতী হওয়ার জেদ প্রতিদিন প্রত্যক্ষ করেন তিনি।

আমজনতার কল্যাণে কেন্দ্র সরকারের জিএসটি সংস্কারের ঢেঁড়া পেটানোর আবহে তাই শিক্ষাক্ষেত্রের ১৮% ট্যাক্স তুলে নেওয়ার আর্জি জানালেন খান স্যার। শুক্রবার সংবাদসংস্থার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শিক্ষাক্ষেত্রের জিএসটি তুলে নেওয়ার আর্জি জানান তিনি। খান স্যার বলেন, “প্রধানমন্ত্রীকে জানাতে চাই, উন্নতমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের কাছ থেকে ১৮% জিএসটি আদায় করে। আমার মনে শিক্ষাক্ষেত্রে কোনোরকম ট্যাক্স থাকা উচিৎ না”।

   

সেইসঙ্গে বিলাসবহুল এবং স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে ক্ষতিকারক পণ্যের উপর ৪০% জিএসটি বসানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ফাইজাল খান। কৌতুকের ছলে তিনি বলেন, “বিলাসবহুল জিনিসের উপর চড়া জিএসটি বসিয়ে প্রধানমন্ত্রী যেমন দীপাবলির উপহার দিয়েছেন, আমি আশা করব, পরেরবার লালকেল্লায় দাঁড়িয়ে তিনি হোলিরও এরকম উপহারের কথা ঘোষণা করবেন”।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নয়া জিএসটি। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিলাসবহুল পণ্য, তামাকজাতীয় দ্রব্য সবের উপরেই জিএসটি সংস্কার আরপিত হতে চলেছে। বুধবার দিনভর আলোচনার পর ১২ এবং ২৮ শতাংশের জিএসটি তুলে নিয়ে তাঁর পরিবর্তে ৫, ১৮ এবং ৪০ শতাংশ নয়া জিএসটি চালু করতে উদ্যোগী জিএসটি পরিষদ।

নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন জিএসটি চালু হবে বলে জানান অর্থমন্ত্রী।বুধবার দিনভর আলোচনার পর ১২ এবং ২৮ শতাংশের জিএসটি তুলে নিয়ে তাঁর পরিবর্তে ৫, ১৮ এবং ৪০ শতাংশ নয়া জিএসটি চালু করতে উদ্যোগী জিএসটি পরিষদ। নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন জিএসটি চালু হবে বলে জানান অর্থমন্ত্রী।

পড়াশোনার সামগ্রীতে ০% জিএসটি

৫৬ তম জিএসটি কাউন্সলের বৈঠকে পড়াশোনার সামগ্রী বা স্কুল-সামগ্রীর উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ১২% এবং ৫% এর পরিবর্তে পড়াশোনার সামগ্রীতে জিএসটি ০% করে দেওয়া হবে। মানচিত্র, গ্লোব, খাতা, পেন্সিল, ইয়াব নোটবুক, শার্পনার, ইরেজার এবং অনুশীলনের বইয়ের উপর আর কোনও জিএসটি থাকবে না।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular