কানাডায় গ্রেফতার Khalistani জঙ্গির ডান-হাত ইন্দরজিত সিং গোসাল

নয়াদিল্লি: সম্প্রতি সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। খালিস্তানি (Khalistani) ‘জঙ্গি’ দমনে ভারত এবার পাশে পেয়েছে কানাডা…

নয়াদিল্লি: সম্প্রতি সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। খালিস্তানি (Khalistani) ‘জঙ্গি’ দমনে ভারত এবার পাশে পেয়েছে কানাডা প্রশাসনকে। গত সপ্তাহেই এই নতুন চুক্তির পর ভারত-বিরোধী খালিস্তানি জঙ্গিদের দমনে নতুন সাফল্য পেল উভয় দেশ। কানাডায় গ্রেফতার খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুর (Gurpatwant Singh Pannun) ডান হাত ইন্দরজিত সিং গোসাল।

জানা গিয়েছে, ২০২৩-এর জুনে খালিস্তানি আন্দোলনের অন্যতম সক্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পর আমেরিকার শিখস ফর জাস্টিস (SFJ) উগ্রবাদী সংগঠনের অন্যতম উল্লেখযোগ্য নেতা হয়ে উঠেছিলেন ইন্দরজিত সিং গোসাল। ওটাওয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ছিল। তার ভিত্তিতেই কানাডা পুলিশ ৩৬ বছরের গোসালকে গ্রেফতার করে।

   

১ বছরের মধ্যে দ্বিতীয়বার গ্রেফতার হলেন ইন্দরজিত সিং গোসাল

এর আগে গ্রেটার টরন্টো এলাকায় হিন্দু মন্দিরে আক্রমণের অভিযোগে ২০২৪-এর নভেম্বরে কানাডার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এই খালিস্তানি উগ্রবাদী নেতা। তাঁর বিরুদ্ধে কানাডায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের অভিযোগ ছিল। তবে পিল রিজিওনাল পুলিশ (PRP) তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিল। জেল থেকে ছাড়া পেতেই কানাডার খালিস্তানি উগ্রবাদীদের অন্যতম সংগঠক হিসেবে কাজ করছিলেন।

Advertisements

খালিস্তানি ‘জঙ্গি’ Gurpatwant Singh Pannun-র ডান হাত গোসাল

ঘোষিত খালিস্তানি জঙ্গি এবং শিখস ফর জাস্টিস (SFJ) সংগঠনের প্রধান গুরপাতওয়ান্ত সিং পান্নুর ডানহাত ইন্দরজিত সিং গোসাল। সেইসঙ্গে তিনি পান্নুর ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকও ছিলেন। মূলত, পাঞ্জাবের বাসিন্দা হলেও পান্নুর ছিল দ্বৈত মার্কিন-কানাডিয়ান নাগরিকত্ব। ভারত তাঁর জাস্টিস ফর শিখস সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার একবছর পর ২০২০ সালের জুলাই মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে “জঙ্গি” ঘোষণা করে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News