
পাঞ্জাবে ভোট চলছে। এর মাঝে নাশকতার ছক বানচাল করা হলো। প্রতিবেশি রাজ্য হরিয়ানায় ৪ খালিস্তানি জঙ্গি ধৃত। উদ্ধার AK 47 ও বিস্ফোরক। পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট উগ্র শিখ জঙ্গি সংগঠনটি খালিস্তান অঞ্চলের দাবি করে।
হরিয়ানা ও পাঞ্জাব লাগোয়া রাজ্য। দুই রাজ্যের রাজধানী চন্ডীগড়। ফলে পাঞ্জাবে নির্বাচন সরগরম হয়ে গেল এই ঘটনায়।
হরিয়ানা পুলিশ চার খালিস্তান জঙ্গিকে সোনিপথ থেকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দেখে সন্দেহ বড়সড় হামলার ছক করা হয়েছিল।
খালিস্তানি জঙ্গিরা সম্প্রতি সক্রিয়। পাঞ্জাবের লুধিয়ানা আদালতে বিস্ফোরণ ঘটায় তারা। তদন্তে উঠে আসে পাকিস্তান থেকে নাশকতার ছক করা হয়। মুম্বই, দিল্লিতে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এবার হরিয়ানা পুলিশের দাবি, খালিস্তানি জঙ্গিরা বিভিন্ন স্থানে হামলার ছক করেছিল।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










