Monday, December 8, 2025
HomeBharat'মরতে যেও না' হিমন্তকে হুমকি দিল খালিস্তানি জঙ্গি সংগঠন

‘মরতে যেও না’ হিমন্তকে হুমকি দিল খালিস্তানি জঙ্গি সংগঠন

- Advertisement -

অসমে বন্দি খালিস্তানিদের (Khalistani) উপর নির্যাতন করা হচ্ছে। এই অভিযোগ তুলে নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের তরফে অডিও বার্তায় হুমকি দেওয়া হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে (Himanta Biswa Sarma)। সংগঠনটির তরফে গুরপতওয়ান সিং পান্নু সরাসরি অসমের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে। তার হুমকি, আমাদের মাঝে পড়ে তুমি শিকার হয়ে যেও না।

খালিস্তানপন্থী এসএফজে ভারতে নিষিদ্ধ। সংগঠনটির প্রধান পান্নু এর আগে বিভিন্ন সময়ে ভারতে হুমকি বার্তা দিয়েছে। এবার অডিও বার্তায় তার হুমকি,”আমরা ভারত থেকে পাঞ্জাবের মুক্তি চাই… যদি আপনারসরকার ছয় জনকে নির্যাতন করে এবং হয়রানি করে তবে আপনাকে জবাবদিহি করতে হবে”।

   

হুমকি বার্তায় বলা হয়েছে, এই লড়াই খালিস্তানপন্থী শিখ এবং ভারত সরকারের মধ্যে। সিএম শর্মা তোমাকে সতর্ক করছি তুমি এই সংঘর্ষের শিকার হয়ে যেও না।

খালিস্তানপন্থী গোষ্ঠি শিখস ফর জাস্টিস অভিযোগ করেছে, ডিব্রুগড় জেলে অমৃতপাল সিংয়ের ছয় সহযোগীর উপর অত্যাচার করা হচ্ছে।

এদিকে পাঞ্জাবে চলছে অভিযান। তবে রবিবার সন্ধে ৬টা পর্যন্ত অধরা খালিস্তানি নেতা অমৃতপাল সিং। তার তরফে বার্তায় বলা হয়েছে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস পেলে হাজির হব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular