HomeBharatAmritpal Singh: রিল্যাক্স মুডে খালিস্তানি জঙ্গি অমৃতপাল, ধরে দাও ওকে...নেপালকে অনুরোধ ভারতের

Amritpal Singh: রিল্যাক্স মুডে খালিস্তানি জঙ্গি অমৃতপাল, ধরে দাও ওকে…নেপালকে অনুরোধ ভারতের

- Advertisement -

পালাতে দিও না অমৃতপাল সিংকে (Amritpal Singh)। ও সম্ভবত নেপাল থেকে অন্য কোনও দেশে পালানোর ছক করেছে। জলদি ওকে ধরে দাও। এমনই অনুরোধ জানিয়ে ভারতীয় দূতাবাসের তরফে নেপাল (Nepal) সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ভারতের দাবি, নেপালেই আছে পলাতক খালিস্তানি (Khalistan) জঙ্গি শিখ নেতা অমৃতপাল সিং। তবে নেপালের কোথায় সে আছে তা জানা নেই। তাকে যেন নেপাল থেকে কোনওভাবেই অন্য কোনও দেশে পালাতে না দেওয়া হয়।

ভারতের তরফে চিঠি আসার পর নেপাল সরকার তড়িঘড়ি দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দু’দিনের জন্য সতর্কতা জারি করেছে। কাঠমাণ্ডু জানাচ্ছে, অমৃতপাল সিংকে ধরতে পারলেই গ্রেফতার করা হবে।

   

গত ১৮ মার্চ থেকে পলাতক শিখ ‘জঙ্গি’ নেতা খালিস্তানপন্থী অমৃতপাল সিং। সোমবার রাত ৯টা পর্যন্ত তার কোনও হদিস পায়নি পাঞ্জাব পুলিশ। যদিও পাঞ্জাবে চলছে তল্লাশি অভিযান। আর পাঞ্জাব, হরিয়ানা সহ নেপালের লাগোয়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহারের সীমান্তবর্তী এলাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছে অমৃতপাল সিংয়ের বিভিন্ন ধরণের ছবি পাঠিয়ে সতর্ক করা হয়েছে।

এর মাঝে একটি ছবি প্রকাশ করেছে নেপালের কয়েকটি সংবাদপত্র। এতে দাবি করা হয়েছে, ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং তার এক ঘনিষ্ঠর সাথে রিল্যাক্স মুডে নেপালেই আছে। সেই ছবি ভাইরাল হয়েছে।

শিখ সংগঠন ওয়ারিস পাঞ্জাব দে খালিস্তানপন্থী। পাক মদতপুষ্ট খালিস্তনিদের বিরোধী পুলিশি অভিযানের পর থেকে পাঞ্জাব গরম। সংগঠনটির সশস্ত্র বাহিনী আনন্দপুর খালসা ফোর্স (AKF) আত্মঘাতী হামলার জন্য প্রশিক্ষিত বলে পাঞ্জাব পুলিশের দাবি। আরও দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতে অমৃতপাল সিং খালিস্তান দাবি তুলে নাশকতার পরিকল্পনা করেছে। তবে তাকে ধরতে পারার কারণে তীব্র বিতর্কে জড়িয়েছে পাঞ্জাবের পুলিশ।

এর মাঝে দিল্লির প্রগতি ময়দানে জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি জঙ্গি পতাকা উত্তোলন করা হবে বলে বার্তা পায় দিল্লি পুলিশ। আসন্ন জি ২০ বৈঠকের কেন্দ্র প্রগতি ময়দান। সেখানে খালিস্তানি সশস্ত্র বাহিনীর হামলা হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular