বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে ছয়দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। ইতিমধ্যেই তাঁর গ্রেফতারি নিয়ে সরব হয়েছে সমস্ত বিরোধী শিবির। আপ সমর্থকরা বারেবারে বিক্ষোভ প্রদর্শন করেছে। মঙ্গলবার তাঁদের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচী রয়েছে। আর মধ্যেই বিস্ফোরন ঘটালেন এক খলিস্তানী নেতা। কেজিরওয়ালকে এক কোটি টাকা দিয়েছে বলে দাবি করলেন তিনি!
এমনিতেই আবগারি দুর্নীতি নিয়ে বেসামাল আপ শিবির। তার মধ্যে খলিস্তানী নেতার এমন দাবি ঘিরে শোরগোল পড়ে গেল রাজনীতিতে। অন্য দিকে, কেজরিওয়ালকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শিখস ফর জাস্টিস। সংস্থার প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুন একটি ভিডিয়ো বার্তায় দবি করেছেন যে, কেজরিওয়ালকে তাঁরা আট বছরে মোট একশো কোটি টাকা অর্থ সাহায্য করেছেন। তাঁর দাবি বিনিময়ে ১৯৯৩ সালে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবেন্দ্র পাল সিংহ ভুল্লারকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি সরকার।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আপ। তাঁদের দাবী পন্নুন কেজরিওয়ালকে বিপদে ফেলতেই এই অভিযোগ করেছে। এই দাবিকে সত্যি বলেছে বিজেপি। তাঁদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দিল্লি এবং পাঞ্জাব সরকার খলিস্তানিদের সাহায্য করে আসছে।