Double Murder: গলা কেটে স্ত্রী-মেয়েকে হত্যা! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন 

স্ত্রী-মেয়েকে গলা কেটে হত্যার (Double Murder) পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম শ্রীজু। তার বয়স ৪৫। পুথাককুলামের…

ex-army man kills wife dismembers body

স্ত্রী-মেয়েকে গলা কেটে হত্যার (Double Murder) পর আত্মহত্যার চেষ্টা স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম শ্রীজু। তার বয়স ৪৫। পুথাককুলামের বাসিন্দা শ্রীজু পেশায় রাজমিস্ত্রি। অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তার অবস্থা সংকটজনক।

মঙ্গলবার সকালে শ্রীজুর বাড়িতে ৩৯ বছর বয়সী স্ত্রী পৃথা এবং ১২ বছরের মেয়ে শ্রীনন্দাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের সন্দেহ, শ্রীজু তার স্ত্রী ও মেয়েকে বিষ খাওয়ানোর পর গলা কেটে খুন করেছে। ওই দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

জোড়া হত্যার কারণ নিয়ে তদন্তকারীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমান, সম্ভবত আর্থিক সমস্যায় ভুগছিলেন শ্রীজু। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার জেরেই সে স্ত্রী ও মেয়েকে হত্যার সিদ্ধান্ত নেয়। বড় ছেলে শ্রীরাগকেও (১৭) হত্যা করার চেষ্টা করেছিল শ্রীজু। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি।

Advertisements

স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জোড়া হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এর পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রীজু এবং তার ছেলে শ্রীরাগ দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। শ্রীরাগকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীজুর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে তিরুঅনন্তপুরম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।