বর্ষার বিপর্যয়। খারাপ আবহাওয়ার জেরে চারধাম যাত্রা (Chardham Yatra) স্থগিত ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রশাসনিক আধিকারিকদের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি নির্দেশে চারধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর যাত্রা বন্ধ। এছাড়াও উত্তরাখণ্ডের গাড়োয়াল, কুমায়ুনের অন্যান্য তীর্থকেন্দ্র ও পর্বতাভিজান পথগুলিতে সাময়িক যাত্রা নিষেধাজ্ঞা আছে।
রুদ্রপ্রয়াগ, চামোলি সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। তুষারপাতও হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ এলাকায়। তার জেরেই আপাতত চারধাম যাত্রা স্থগিত সিদ্ধান্ত।