৯০’র আতঙ্ক উপত্যকায়! রাতের আঁধারে ভস্মীভূত কাশ্মীরি পন্ডিতদের ভিটেবাড়ি

রাতের আঁধারে ভস্মীভূত কাশ্মীরি পন্ডিতদের বাড়ি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায় (Jammu and Kashmir)। সোমবার গভীর রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান এলাকার ঘটনা। পরপর…

Kashmir terrorist

রাতের আঁধারে ভস্মীভূত কাশ্মীরি পন্ডিতদের বাড়ি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায় (Jammu and Kashmir)। সোমবার গভীর রাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান এলাকার ঘটনা। পরপর পাঁচটি বাড়িতে আগুন লাগে। বাড়িগুলি অনেক পুরনো হওয়ায় সেগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

বিধ্বস্ত ওয়েনাডে মৃত্যু ১০০ ছুঁই ছুই, দাদার পুরনো কেন্দ্র দেখতেই আসরে প্রিয়াঙ্কা

   

আগুন কীভাবে লেগেছিল, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীর পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে। তারা আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, কাশ্মীরের বাইরে বসবাসকারী কাশ্মীরি(Jammu and Kashmir পণ্ডিত সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ, আগুন লাগানোই হয়েছে। তাদের মতে, এটা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়কে হুমকি দেওয়ার চেষ্টা।

কয়েকগুণ বাড়ল ভারতীয় সেনার চিন্তা! প্যাংগং হ্রদে চিনা সেতুতে চলছে যান

কাশ্মীরি পন্ডিত (Jammu and Kashmir) সম্প্রদায়ের মতে, ওই বাড়িগুলিতে কেউ থাকত না, তাই শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই। তাই এটা স্পষ্ট নাশকতার ঘটনা। ঠিক কীভাবে আগুন লাগল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছে কাশ্মীরি পন্ডিতদের (Jammu and Kashmir) একাধিক সংগঠন। তাঁদের দাবি, ৯০ দশকের মতো হিন্দু পন্ডিতদের তাড়াতে যেই কৌশল নিয়েছিল সন্ত্রাসবাদীরা, এবারও তেমনই কিছু করার চেষ্টা চলছে।

‘লাভ জিহাদ’ রুখতে উত্তরপ্রদেশে আরও কড়া শাস্তি যোগী সরকারের

অন্যদিকে, এই বাড়িগুলির সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে ন্যাশনাল কনফারেন্সের (National Conference)। এনসি’র মুখপাত্র উমেশ তালাদির জন্মভিটে ছিল এখানেই। ফলে রাজনৈতিক আবেগ রয়েছে ফারুখ আবদুল্লার পরিবারেরও। তাই এই নাশকতার পেছনে কাদের হাত রয়েছে তা জানতে উদগ্রীব ওমর আবদুল্লাহরাও। ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে ন্যাশনাল কনফারেন্স।