J&K: ফের কাশ্মীরে গুলিবিদ্ধ কাশ্মীরি পণ্ডিত

ফের কাশ্মীরে গুলিবিদ্ধ হলেন এক কাশ্মীর পণ্ডিত। জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় জঙ্গিরা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। চাদুরা গ্রামে তহসিলদারের অফিসে রাহুল ভাটকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisements

এদিকে এহেন ঘটনার পরেই চাদুরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল শোপিয়ান জেলার ছোটিগাম গ্রামে বাল কৃষ্ণ নামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে জঙ্গিরা, যার ফলে তিনি আহত হন। এই হামলার পর পুলওয়ামা জেলার লাজুরা গ্রামে বিহারের আরও দুই শ্রমিক পাটলাশ্বর কুমার এবং জাক্কু চৌধুরীর খুনের পর আরও পরিস্থিতি সরগরম হয়ে ওঠে।

Advertisements

গত অক্টোবরে টার্গেটেড কিলিং শুরু হয়েছিল, নিহতদের বেশিরভাগই জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে আসা অভিবাসী, যারা চাকরির সন্ধানে এসেছিলেন, এবং কাশ্মীরি পণ্ডিত। ২০২১ সালের অক্টোবর মাসে পাঁচ দিনে সাতজন সাধারণ নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত, একজন শিখ এবং দুজন অ-স্থানীয় হিন্দু ছিল।