Jammu Kashmir: কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা জঙ্গিদের

মৃতের বাড়ি

ফের রক্তাক্ত কাশ্মীরের (Jammu Kashmir) মাটি। জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে আরও একটি টার্গেটেড কিলিং-এর শিকার হলেন সাধারণ মানুষ। মঙ্গলবার অজ্ঞাত পরিচয় জঙ্গিরা উপত্যকায় এক কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Hindu) গুলি করে হত্যা করেছে।

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের (Sopian) ছোটিপোরা এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। আপেল বাগানে ঘটে যাওয়া এই হামলায় আহত হয়েছেন মৃতের ভাই অপর এক ব্যক্তি।

   

কাশ্মীর জোন পুলিশ নিশ্চিত করেছে যে এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উভয় বেসামরিক নাগরিকই হিন্দু সম্প্রদায়ের সদস্য। জানানো হয়েছে, ‘শোপিয়ানের ছোটিপোরা এলাকায় একটি আপেল বাগানে জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে। আরও বিস্তারিত জানা যাবে’।

মৃতের নাম সুনীল কুমার বলে খবর। পুলিশ জানিয়েছে, “সুনীল কুমার ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই পীতাম্বর ওরফে পিন্টোকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং হত্যাকারীদের ধরার জন্য গ্রামে বাহিনী পাঠানো হয়েছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন