HomeBharatTarget Killing in Kashmir: পুলওয়ামায় জঙ্গিদের টার্গেট কিলিংয়ে খুন কাশ্মীরি পণ্ডিত

Target Killing in Kashmir: পুলওয়ামায় জঙ্গিদের টার্গেট কিলিংয়ে খুন কাশ্মীরি পণ্ডিত

- Advertisement -

জম্মু-কাশ্মীরে (Kashmir) ফের গুলি চালাল জঙ্গিরা। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলওয়ামায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে টার্গেট (target killing) করেছে জঙ্গিরা। তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সঞ্জয় শর্মা ব্যাঙ্কের গার্ড ছিলেন। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলছে।

   

একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, আচানের কাশিনাথ শর্মার ছেলে সঞ্জয় শর্মা স্থানীয় বাজারে যাওয়ার সময় জঙ্গিরা গুলি চালায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তিনি মারা যান। ওই কর্মকর্তা জানান, পেশায় তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এদিকে হামলাকারীদের ধরতে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে বলে জানান তিনি। পুলিশ এক বিবৃতিতে বলেছে, জঙ্গিরা আচান পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামে এক সাধারণ নাগরিককে লক্ষ্য করে গুলি চালায়৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular