জঙ্গি ঘাঁটি চেনাতে গিয়ে হঠাৎ নদীতে ঝাঁপ, খরস্রোতে ভেসে গেল যুবক

শ্রীনগর: কাশ্মীরের কুলগামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়াল। শনিবার এক অভিযুক্ত যুবক, যিনি জঙ্গিদের সহায়তা করার কথা স্বীকার করেছিলেন, পুলিশের সঙ্গে…

Kashmir Youth Death in Police Custody

শ্রীনগর: কাশ্মীরের কুলগামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়াল। শনিবার এক অভিযুক্ত যুবক, যিনি জঙ্গিদের সহায়তা করার কথা স্বীকার করেছিলেন, পুলিশের সঙ্গে জঙ্গিঘাঁটি দেখাতে যাওয়ার পথে আচমকা নদীতে ঝাঁপ দেন। খরস্রোতা নদীতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়। পরে উদ্ধার হয় তাঁর দেহ। গোটা ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ।

কুলগামের যুবক 

মৃত যুবকের নাম ইমতিয়াজ আহমেদ মাগরে (২৩)। তিনি কুলগাম জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইমতিয়াজকে জঙ্গিদের সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, পাহাড়ের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের তিনি খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছেন। এরপর পুলিশের সঙ্গে জঙ্গিদের ঘাঁটি দেখাতে যাওয়ার সময়েই ঘটে দুর্ঘটনাটি।

   

আচমকা নদীতে ঝাঁপ Kashmir Youth Death in Police Custody

একটি ভিডিয়ো, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে—ইমতিয়াজ একা হেঁটে যাচ্ছেন। আশপাশে কেউ নেই। হঠাৎ তিনি ঘন জঙ্গলের দিকে একবার তাকিয়ে আচমকা নদীতে ঝাঁপ দেন। সাঁতারের চেষ্টা করলেও খরস্রোতের তোড়ে ভেসে যান তিনি। ভিডিয়োটি কে বা কারা তুলেছে, তা এখনও স্পষ্ট নয়। আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি।

এই মৃত্যুর পর রাজ্যে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, “কুলগামের নদী থেকে আরও একটি দেহ উদ্ধার করা হল। দুর্নীতির অভিযোগ আরও দৃঢ় করছে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দু’দিন আগে ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তার দেহ উদ্ধার করা হল নদী থেকে।”

Bharat: Controversy erupts in Kashmir’s Kulgam over youth’s death in police custody. Accused of aiding militants, Imtiyaz Ahmed Magre reportedly jumped into a river while leading police to a hideout. Questions raised over police conduct.