প্রথম মহিলা উপাচার্য পেল কাশ্মীর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বৃহস্পতিবার স্বরাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক নিলোফার খানকে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন।
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হতে চলেছেন অধ্যাপক নিলোফার। লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে এদিন বিকেলে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “কাশ্মীর ও জম্মু বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬৯-এর ১২ নম্বর ধারায় আমার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে, আমি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোজ সিনহা অধ্যাপক নিলোফার খানকে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ করেছি।”
লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় থেকে জারি করা চিঠিতে আরও বলা হয়েছে যে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন (৩) বছরের জন্য কার্যকর হবে। শর্তাবলী পৃথকভাবে অবহিত করা হবে। উল্লেখ্য, অধ্যাপক নিলোফার খানই প্রথম মহিলা যিনি কিনা এই প্রাচীনতম প্রিমিয়ার ইনস্টিটিউটে ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন। অধ্যাপক নিলোফার খান কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে কর্মরত। তিনি Semantic Scientist Professor। তালাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন, যার তিন বছরের মেয়াদ ২০২১ সালের আগস্টে শেষ হয়েছে।