শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে এলওসি পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। তবে সতর্ক জওয়ানরা সঙ্গে সঙ্গে তাদের আটকায়। নওশেরা নার অঞ্চলে ঘটে এই মর্মান্তিক সংঘর্ষ। গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই খতম হয় দু’জন অনুপ্রবেশকারী জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চলছে, যাতে কোনও অনুপ্রবেশকারী বা সন্দেহজনক গতিবিধি অদৃশ্য থেকে না যায়।
এর আগেও চলতি মাসেই সেনা বড়সড় সাফল্য পেয়েছিল। অপারেশন আখাল-এর সময় প্রাণ হারায় তিন জঙ্গি, আহত হন এক জওয়ান। ১ অগাস্ট গোপন সূত্রে খবর পেয়ে বান্দিপোরা জেলার আখাল অরণ্যে অভিযান শুরু করে সেনা। জঙ্গিরা প্রথমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পরিস্থিতি রূপ নেয় তীব্র গুলির লড়াইয়ে। রাতভর অভিযানের পর ভোরে ফের শুরু হয় সেনা-অভিযান। ২ অগাস্ট খতম হয় আরও তিন জঙ্গি।
অভিযানে ব্যবহৃত হয়েছিল অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম এবং বিশেষায়িত আধাসামরিক বাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, নিহতরা সবাই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-এর সদস্য। এই সংগঠনটি লস্কর-ই-তইবার ছদ্মবেশী শাখা হিসাবে কাজ করে। উল্লেখযোগ্যভাবে, পহেলগাঁও-এ নৃশংস সন্ত্রাস হামলার দায়ও স্বীকার করেছিল এই টিআরএফ, যেখানে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ সাধারণ মানুষ।
ভারতীয় সেনার একাধিক সফল অভিযানের ফলে উপত্যকায় জঙ্গি নেটওয়ার্ক কার্যত টালমাটাল, তবে সীমান্ত জুড়ে এখনও অব্যাহত রয়েছে অনুপ্রবেশের চেষ্টা।