হাড়হিমের থেকেও ভয়ঙ্কর, তরকাতরকি হতেই স্ত্রীর মুন্ডু কাটল স্বামী! টুকরো করা হল দেহ

দেশের মধ্যে সেরা ফল দেবে বাংলা: মোদীচরম মর্মান্তিক। হাড়হিম সব ঘটনাকেও ছাপিয়ে যাবে এই কাণ্ড। সব শুনে ভাষা হারাতে অপনি বাধ্য! ঘটনা কর্ণাটকের তুমাকুরু জেলার…

Anti Corruption Branch raid

দেশের মধ্যে সেরা ফল দেবে বাংলা: মোদীচরম মর্মান্তিক। হাড়হিম সব ঘটনাকেও ছাপিয়ে যাবে এই কাণ্ড। সব শুনে ভাষা হারাতে অপনি বাধ্য!

ঘটনা কর্ণাটকের তুমাকুরু জেলার হসপেট গ্রামের। সেখানেই এক ভাড়া বাড়িতে বসবাস করতেন স্বামী, স্ত্রী পুষ্মা ও শীবরাম। এই দম্পতির বছর আষ্টেকের এক পুত্র সন্তানও রয়েছে। স্বামী, স্ত্রীর মধ্যে নানা বিষয়ে প্রাই খটাখটি লেগে থাকতো বলে দাবি প্রতিবেশীদের। স্থানীয়দের কথায়, প্রায়ই চেঁচামিচির আওয়াজ মিলত ওই বাড়ি থেকে। কিন্তু দাম্পত্যের সেই বিবাদের পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে তা স্বপ্নেও বোধয় কেউ বাবতে পারেননি।

   

পুলিশের দাবি অনুসারে, সোমবার রাতে পুষ্পা (৩২) ও তাঁর স্বামী শীবরামের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে তরকাতরকি হয়। তখনই শিবরাম আর নিজের রাগ সামাল দিতে পারেননি। ক্ষোভের রেশ গিয়ে পড়ে স্ত্রীর উপর। ঝামেলা চলাকালীনই রান্নাঘরে গিয়ে শিবরাম ছোরা জোগাড় করে ফেলে। যা দিয়ে সে নিজের স্ত্রীর মাথা কেটে দেহ থেকে আলাদা করে দেয়। এখানেই থামেনি সে। এরপর স্ত্রীর দেহ কয়েক টুকরো করে সে।

ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত শীবরামকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে নিজের দোষের কথা কবুল করেছে শীবরাম।

Advertisements

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পুষ্পার বাপের বাড়ি কর্ণাটকের শিবমোগা জেলার সাগারা শহরে।

অভিযুক্ত শীবরাম একটি করাত কলে কাজ করে। তাকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তার ঠাঁই শ্রীঘরে।

ট্রেনে চড়েন অথচ জানেন না রেলের চেন টানার নিয়ম? জেল-জরিমানা থেকে বাঁচতে জানুন

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News