Home Bharat বিস্ফোরণের ছক বানচাল করে বিস্ফোরকসহ পাঁচ সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার

বিস্ফোরণের ছক বানচাল করে বিস্ফোরকসহ পাঁচ সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার

Karnataka Central Crime Branch

কর্ণাটকের (Karnataka) বেঙ্গালুরু থেকে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অপরাধ শাখা (CCB)। তারা হল সৈয়দ সুহেল, উমর, জানিদ, মুদাসির ও জাহিদ। সন্দেহ করা হচ্ছে, দলটি বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। বুধবার কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি) এ তথ্য জানিয়েছে।

Advertisements

সিসিবি বলেছে যে পাঁচজনই ২০১৭ সালের একটি হত্যা মামলার আসামি ছিল এবং তারা পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে ছিল যেখানে তারা জঙ্গিদের সংস্পর্শে এসেছিল। বিস্ফোরক দ্রব্যও বাজেয়াপ্ত করেছে সিসিবি

   

Advertisements