Kapil Sibbal: কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বাল, গুঞ্জন অখিলেশ শিবিরে যাচ্ছেন

কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান সাংসদ কপিল সিব্বাল (Kapil Sibbal)। সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দেবেন তিনি৷ লখনউয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন তিনি।…

Kapil Sibbal left the Congress

short-samachar

কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান সাংসদ কপিল সিব্বাল (Kapil Sibbal)। সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দেবেন তিনি৷ লখনউয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই তার দলবদলের জল্পনা প্রবল হয়েছে।

   

শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির টিকিটে নির্বাচনে লড়বেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপিল সিবাল বলেন, আমি ১৬ তারিখেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি। সংসদে ব্যক্তিগত আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে। তাহলে কেউ মনে করবে না আমি কারোর হয়ে কথা বলছি।

মূলত কংগ্রেসের জি-২৩ এর বিক্ষুব্ধ নেতাদের মধ্যে কপিল সিবাল। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন তিনি৷ এজন্য কংগ্রেসে থাকাকালীন নিজের দলের নেতারাই তাঁর বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন। এর আগে সমাজবাদী পার্টির নেতা আজম খানের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন তিনি।