রাজনীতিতে ‘অভিষেক’ হয়েই হ্যাটট্রিক জয় পেলেন কঙ্গনা

প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই হ্যাটট্রিক জয় বাগিয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিজের ফিল্মী কেরিয়ার নিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন…

প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই হ্যাটট্রিক জয় বাগিয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিজের ফিল্মী কেরিয়ার নিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন ‘ক্যুইন’। সবথেকে বড় চমক তো তখন আসে যখন বিজেপির তরফে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে অভিনেত্রীকে প্রার্থী করা হয়। কিন্তু এখন সেসব অতীত, প্রথমবার নির্বাচনে অভিষেক হয়েই ব্যাপক ভোটে জয়লাভ করলেন কঙ্গনা।

Advertisements

বলা ভালো, বলিউডের কঙ্গনা এখন রাজনীতির রানিও হয়ে উঠেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত মান্ডি লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন। কঙ্গনা রানাওয়াত কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং বর্তমান সাংসদের ছেলে বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন।

বিজ্ঞাপন

লোকসভা নির্বাচনে দারুণ জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ খুশি কঙ্গনা। এই জয় তাদের কাছে অনেক কিছু। একটি ছোট শহর থেকে বেরিয়ে এসে কঙ্গনা যে সাফল্য অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। দেশের প্রতিটি মেয়ের কাছে উদাহরণ হয়ে উঠেছেন এখন কঙ্গনা।
এদিকে জয়ের পর ভক্ত ও তারকাদের কাছ থেকে প্রচুর অভিনন্দন পাচ্ছেন কঙ্গনা। কঙ্গনার ভক্তরাও তাঁর জয় উদযাপন করছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের আনন্দে পোস্ট শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন কঙ্গনা।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)