Kangana Ranaut: ‘স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি’, কঙ্গনার পুরোনো মন্তব্যে মিমের বন্যা!

তিনি বরাবরই সংবাদ শিরোনামে জায়গা করে নেন৷ আর তার বেশিরভাগটাই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে৷ তিনি বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত৷ তবে ইদানিং ছবির কাজ নয়, বরং…

Kangana on Netaji Subhash Chandra Bose

তিনি বরাবরই সংবাদ শিরোনামে জায়গা করে নেন৷ আর তার বেশিরভাগটাই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে৷ তিনি বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত৷ তবে ইদানিং ছবির কাজ নয়, বরং রাজনীতিতে সক্রিয়ভাবে তাঁর অংশগ্রহণই ফের তাঁকে লাইনলাইটে এনে দিয়েছে৷ হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা আসন থেকে কঙ্গনা রানাওয়াতকে টিকিট দিয়েছে বিজেপি৷ তবে সম্প্রতি দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সুভাষচন্দ্র বসুর নাম নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী৷

Advertisements

১০ বছর আগে কঙ্গনা রানাওয়াতের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যা শেয়ার করেছেন কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাস, আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল। সেখানে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কঙ্গনাকে বলতে শোনা যায়, ‘দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারাই বলুন তিনি কোথায় গেলেন?’

   

কঙ্গনার এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ এই ভিডিও ক্লিপটিই শেয়ার করে কটাক্ষের সুরে স্বাতী মালিওয়াল লেখেন, ‘শিক্ষিত এবং যোগ্য প্রার্থীদের ভোট দিন।’ ২০১৪ সালের এই মন্তব্যকে কেন্দ্র করে কঙ্গনাকে নিয়ে শুরু হয় ট্রোল৷ মিমের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ আসরে নেমে পড়ে বিরোধী রাজনৈতিক শিবিরগুলিও৷

আরও পড়ুন: ‘মাণ্ডিতে কী রেট চলছে?’ বিজেপি প্রার্থী কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ কংগ্রেস নেত্রীর!

কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের মন্তব্য, ‘কঙ্গনাকে হালকাভাবে নেবেন না, ও এসব করেই বিজেপির প্রথম সারির নেতা হয়ে উঠবে’। উল্লেখ্য, কিছুদিন আগেই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে বেঁফাস মন্তব্য করে বসেন। সমাজমাধ্যমে কঙ্গনার একটি খোলামেলা পোশাক পরিহিত ছবি পোস্ট করেন তিনি লিখেছিলেন, ‘মান্ডিতে কী দাম চলছে এখন, একটু বলবেন?’ কংগ্রেস নেত্রীর পোস্ট নিয়ে সে সময় তীব্র আপত্তি জানিয়েছিল বিজেপি।