Jai Shri Ram: ভোটের প্রচারে ‘জয় শ্রী রাম’ বললেন হেভিওয়েট কংগ্রেস নেতা

শ্রীরামই সহায়! ভোটে জিততে সহায় শ্রীরামই। এবার ভোটের প্রচারে ‘জয় শ্রী রাম’ (Jai Shri Ram) বললেন হেভিওয়েট কংগ্রেস নেতা। এক জনসভায় ভাষণ দেওয়ার পর একথা…

Jai Shri Ram

শ্রীরামই সহায়! ভোটে জিততে সহায় শ্রীরামই। এবার ভোটের প্রচারে ‘জয় শ্রী রাম’ (Jai Shri Ram) বললেন হেভিওয়েট কংগ্রেস নেতা। এক জনসভায় ভাষণ দেওয়ার পর একথা বলেন তিনি। উপস্থিত জনতার মুখেও একই ধ্বনি শোনা যায়। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। হেভিওয়েট কংগ্রেস নেতার নাম কমল নাথ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। কয়েকমাস আগে কমলের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। যদিও কংগ্রেসেই থেকে যান তিনি।

Advertisements

মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসনে ভোটের প্রচার করতে গিয়েছিলেন কমল নাথ। সেখানকার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখার সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন কমল। সভায় উপস্থিত জনতাও কমলের সঙ্গে ‘জয় শ্রী রাম’ বলেন। ২৪ সেকেন্ডের সেই ভিডিয়োই আপাতত নেট দুনিয়ার ঝড় তুলেছে। নিন্দুকেরা অনেকেই বলছেন, কংগ্রেসে থাকলেও আসলে বিজেপিকে মন দিয়ে ফেলেছেন কমল! তাঁর দেহ কংগ্রেসে আর মন বিজেপিতে, এমনটা হবে হয়তো। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কংগ্রেস-তৃণমূল সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি সব সময়ই বিজেপির বিরুদ্ধে ভগবান শ্রীরামকে নিয়ে রাজনীতির অভিযোগ তোলে। তাদের অভিযোগ, ভোটের রাজনীতির জন্যই পরিকল্পনা করে ২০২৪ এর লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। বিজেপি নেতাদের মুখে ‘জয় শ্রী রাম’ নিয়মিত শোনা গেলেও বিরোধী নেতাদের মুখে তা খুব একটা শোনা যায় না। অনেক নেতা-নেত্রী তো ‘জয় শ্রী রাম’ শুনে ক্ষেপেও যান।

২০১৯ সালের মতো এবারও মধ্যপ্রদেশে চার দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। প্রথম দফার ভোট হয়েছে ১৯ এপ্রিল, শেষ দফার ভোট ১৩ মে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ ২৬ এপ্রিল বেতুলে ভোট হওয়া কথা ছিল। তবে বহুজন সমাজ পার্টির প্রার্থী অশোক ভালাভির মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। বেতুলে ৭ মে ভোট হচ্ছে। সেই বেতুলে প্রচারের গিয়েই ‘জয় শ্রী রাম’ বলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ।

কমল নাথ এবার ভোটে না দাঁড়ালেও তাঁর পুত্র নকুল নাথ কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়ান। ১৯ এপ্রিল নকুলের আসন ছিন্দওয়াড়ায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত এই ছিন্দওয়াড়া। কমল নাথ এই আসন থেকে মোট ৯ বার জয়ী হয়েছেন। ২০১৯ সালে এই আসনে ছেলে নকুলকে প্রার্থী করেন কমল। ৩৭ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী নাথান শাহকে হারান কমলপুত্র। সেবার জিতে প্রথমবারের জন্য লোকসভায় যান নকুল নাথ।