Kamalnath: কংগ্রেসে জোরদার ধাক্কা, বিজেপিতে যোগ দিচ্ছেন কমলনাথ?

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Vote 2024) আগে দেশীয় রাজনীতিতে মহানাটক হতে চলেছে খুব সম্ভবত। কেউ ভাবতেও হয়তো পারেনি যে এমনটা ঘটতে পারে। নাকি বিজেপিতে…

Kamalnath: কংগ্রেসে জোরদার ধাক্কা, বিজেপিতে যোগ দিচ্ছেন কমলনাথ?

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Vote 2024) আগে দেশীয় রাজনীতিতে মহানাটক হতে চলেছে খুব সম্ভবত। কেউ ভাবতেও হয়তো পারেনি যে এমনটা ঘটতে পারে। নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ (Kamalnath)।

ইতিমধ্যে এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। মধ্যপ্রদেশের রাজনীতিতে কমলনাথকে নিয়ে নানা জল্পনা চলছে। এদিকে কমলনাথের ঘনিষ্ঠ এক বিধায়ক বড় দাবি করেছেন। সূত্রের খবর, বিধায়কের দাবি, আগামী ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন কমলনাথ ও তাঁর ছেলে নকুল নাথ। যদিও এখনও পর্যন্ত বিজেপি ও কমল নাথের তরফে কোনও সাড়া মেলেনি। সূত্রের খবর, কমলনাথ ও নকুল নাথের পাশাপাশি ১০-১২ জন বিধায়ক এবং একজন মেয়রও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এরপর কমলনাথ মধ্যপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন।
১৯৮০ সালে ছিন্দওয়ারা থেকে প্রথমবার সাংসদ হন তিনি। ছিন্দওয়াড়া থেকে ৯ বার সাংসদ নির্বাচিত হন তিনি তাঁর স্ত্রী অলকা নাথও সাংসদ ছিলেন। তাঁর ছেলে নকুলনাথ নাথ বর্তমানে ছিন্দওয়াড়ার সাংসদ।

Advertisements

এদিকে জল্পনা উস্কে দিয়েছেন খোদ কমলনাথের বন্ধু ও প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেছেন যে কমলনাথের বিজেপিতে যোগ দেওয়া আশা করা যায় না। গান্ধী-নেহরু পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কমলনাথ সব সময় একসঙ্গে থেকেছেন, এমন একজন মানুষ কী করে বিজেপির সঙ্গে যেতে পারেন।

কমলনাথ সম্পর্কে বলা হয়, তিনি রাজ্যসভায় যেতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাঁকে টিকিট দেয়নি। কংগ্রেস অশোক সিংকে রাজ্যসভার প্রার্থী করেছিল। অশোক সিংয়ের মনোনয়নে যোগ না দেওয়ায় কমলনাথের ‘অসন্তোষ’ দেখা গিয়েছিল। তবে দল যখন অশোক সিংকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল, তখন কমলনাথ অশোক সিংকে অভিনন্দন জানিয়েছিলেন। এটাও জানা জরুরি যে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ ছিলেন কমলনাথ। কিন্তু বিধানসভা নির্বাচনে হারের মুখে পড়তে হয় দলটিকে।