নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য ও তীব্র প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় দাঁড়িয়ে সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Kalyan question on op sindoor)। তাঁর অভিযোগ, “চার জন জঙ্গি কীভাবে ভারতে ঢুকে এতজনকে হত্যা করে দিব্যি পাকিস্তানে ফিরে গেল? বিএসএফ, সিআরপিএফ কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন? এমন ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রক ভারত আগে দেখেনি।”
সোমবার লোকসভায় নিজের ভাষণে তিনি আরও বলেন, “১০০ জঙ্গিকে মারার কথা বলা হচ্ছে, তাহলে ওই চারজন কোথায় গেল? একটা জঙ্গিও ধরা গেল না? অজিত ডোভালকে এখনও কেন রাখা হয়েছে? বিরোধীদের পেছনে ED-CBI লাগাতে তিনি পারদর্শী, কিন্তু সীমান্তে জঙ্গি রুখতে তিনি ব্যর্থ।”
প্রধানমন্ত্রী মোদীর ভূমিকাও তাঁর নিশানায় ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “চার জন জঙ্গি এসে গুলি চালিয়ে ফিরে গেল, আপনি বলছেন আপনি পাহারাদার? দয়া করে পাহারা দেবেন না, আরও ক্ষতি হবে। ৭ থেকে ১০ মে সবাই উত্তেজিত ছিল, ভাবছিলাম এবার পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়া হবে। সেই আবেগ আপনি শেষ করে দিলেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।”
সবচেয়ে বিস্ফোরক মন্তব্য আসে যুদ্ধবিরতি প্রসঙ্গে। সাংসদের প্রশ্ন, “কে কখন ৯০ রানে ইনিংস ডিক্লেয়ার করে? আমরা ভাবছিলাম জয় আসন্ন, অথচ আপনি সংঘর্ষবিরতি ঘোষণা করলেন?”
একদিকে জঙ্গি অনুপ্রবেশ ও নিরাপত্তা ব্যর্থতা, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর ঘিরে যুদ্ধপ্রসঙ্গ—কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিক বিতর্কিত ইস্যু সংসদে উঠে এলো। এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর আলোড়ন তৈরি হয়েছে।