মোদী পদবি অবমাননা (Modi Defamation Case) মামলায় গুজরাত হাইকোর্টে স্বস্তি পেল না রাহুল গান্ধি। আজ মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতির আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক।
উল্লেখ্য, মোদী পদবি অবমাননা মামলায় গত ২৩ মার্চ সুরাতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন। ওই সাজার বিরুদ্ধে সুরাত সেশনস কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর আর্জি খারিজ হয়ে যায।
তাই গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গুজরাত হাইকোর্টে মামলা শুনতে আস্বীকার করেন বিচারপতি গীতা গোপী। মামলা ফিরিয়ে দেন প্রধান বিচারপতির কাছে। এর পরে বিচারপতি হেমন্ত প্রচ্ছকের এজলাসে মামলা পাঠানো হয়।
গত শনিবার দীর্ঘ শুনানির পরে ফের মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন বিচারপতি। এদিন শুনানির শুরুতেই বিচারপতি হেমন্ত প্রচ্ছক জানান, ৪ মে তিনি বিদেশ যাবেন। ফলে সম্ভব হলে এদিন, না হলে বুধবারের মধ্যে শুনানি শেষ করতে হবে।
রাহুলের বিরুদ্ধে মামলাকারী পূর্ণেশ মোদীর আইনজীবি নিরুপম নানাবতী প্রাক্তন কংগ্রেস সভাপতির আর্জি খারিজের আবেদন জানিয়ে দীর্ঘ সওয়াল করেন। রাহুল গান্ধি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেননি ফলেও বার বার উল্লেখ করেন।
পাল্টা যুক্তিতে বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একাধিক রায় উল্লেখ করে রাহুলের শাস্তি স্থগিত রাখার পক্ষে জোর সওয়াল করেন অভিষেক মণু সিঙ্ঘভি ও আর এস চিমা। শুনানি শেষে বিচারপতি জানান, কোনও অন্তর্বর্তী আদেশ নয়, গ্রীষ্মের ছুটির পরে চূড়ান্ত রায় দেওয়া হবে।