Encounter: উপত্যকার জঙ্গলে শুরু গুলির লড়াই, আহত একাধিক জওয়ান

লোকসভা ভোটের মুখে নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষে (Encounter) কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। লোকসভা নির্বাচনের আবহে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। জঙ্গিদের নিশ্চিহ্ন করতে…

army encounter Encounter: উপত্যকার জঙ্গলে শুরু গুলির লড়াই, আহত একাধিক জওয়ান

লোকসভা ভোটের মুখে নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষে (Encounter) কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। লোকসভা নির্বাচনের আবহে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। জঙ্গিদের নিশ্চিহ্ন করতে দিনরাত এক করে কাজ করে চলেছেন জওয়ানরা। এরই ধারাবাহিকতায় বুধবার বান্দিপোরা (Bandipora) জেলার রেঞ্জির জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’পক্ষের গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান আহত হয়েছেন। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এক্স হ্যান্ডেলে এমনই জানানো হয়েছে কাশ্মীর জোন পুলিশের তরফে।  

   

কাশ্মীর জোন পুলিশ  জানিয়েছে, এদিন ভোরে বান্দিপোরার আরগামের রেঞ্জির জঙ্গলে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এলাকায় চলছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাজৌরিতে টেরিটোরিয়াল আর্মি জওয়ানের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় শহিদ হন সেনা জওয়ানের ভাই। জওয়ানকে অপহরণের উদ্দেশ্য নিয়ে এসেছিল জঙ্গিরা। কিন্তু তারা এই পরিকল্পনায় ব্যর্থ হয়েছে। এই ঘটনার পিছনে লস্কর-ই-তৈবার বিদেশি জঙ্গি আবু হামজার হাত রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই কাশ্মীর-সহ আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে জওয়ানরা। এরই ধারাবাহিকতায় আজ সকালে বান্দিপোরা জেলায় জঙ্গিদের মুখোমুখি হয় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে দুই জওয়ান আহত হয়েছেন।